Ajker Patrika

মিঠামইনে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মিঠামইনে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোকাররম (২৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকালে মিঠামইনে নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনানিবাসের সামনের খালে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মোকাররম হোসেন কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। উদ্ধার অভিযান করছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোকাররম নিষিদ্ধ চায়না দুয়ারি বা ম্যাজিকজাল নিয়ে মাছ ধরতে হাওরে যান। সেখানে মিঠামইন সেনানিবাস সংলগ্ন খালের পানিতে জাল পাতার জন্য ডুব দেন। দীর্ঘ সময় পর পানি থেকে মোকাররম না ওঠায় অন্য জেলেরা তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে মিঠামইন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেন। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত মোকাররমের সন্ধান মেলেনি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো নিখোঁজ মোকাররমের সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

রাশেদ খানের পদত্যাগ চেয়ে গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্যের অনাস্থা

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

শিশু উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

শেরপুর প্রতিনিধি
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন। ছবি: সংগৃহীত
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন। ছবি: সংগৃহীত

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত ওই অভিযানে তিনটি অবৈধ ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ লাখ টাকা জরিমানা ও কাঁচা ইট গুঁড়ি দেওয়া হয়। এ সময় অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন। ছবি: সংগৃহীত
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন। ছবি: সংগৃহীত

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু হয়। ওই সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সদর উপজেলার মনকান্দা এলাকার আশিকা ব্রিকস, মির্জাপুর এলাকার মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া এলাকার মেসার্স বিপি ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভাটায় তৈরিকৃত কাঁচা ইট নষ্ট করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যদের মধ্যে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

রাশেদ খানের পদত্যাগ চেয়ে গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্যের অনাস্থা

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

শিশু উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেই ইউএনও, তাঁর বাবা-মা ও চাচা-চাচির দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নাচোলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। ছবি: সংগৃহীত
নাচোলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। ছবি: সংগৃহীত

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সেই সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

একই সঙ্গে কামাল হোসেনের বাবা মো. আবুল কাশেম, মা মোছা. হাবীয়া খাতুন, চাচা মো. আহসান হাবীব ও চাচি মোসা. সানোয়ারা খাতুন ওরফে শাহানারা খাতুনেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এর আগে দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে জালিয়াতি করে নিজের মা-বাবার নামের পরিবর্তে চাচি ও মুক্তিযোদ্ধা চাচাকে মা-বাবা সাজিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে প্রশাসন ক্যাডারে চাকরি নেন।

জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। কামাল হোসেনের বিরুদ্ধে করা ওই মামলাটি তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে জানা যায়, কামাল হোসেন, তাঁর মা-বাবা ও চাচা-চাচি দেশত্যাগ করে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। মামলা তদন্তের স্বার্থে তাঁরা যাতে দেশত্যাগ করতে না পারেন সে কারণে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

উল্লেখ্য, কামাল হোসেনের সর্বশেষ মাগুরার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

রাশেদ খানের পদত্যাগ চেয়ে গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্যের অনাস্থা

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

শিশু উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকায় যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে নাগেরহাট সেতুর ওপর এ মানববন্ধন হয়। এতে এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যমুনেশ্বরী নদীর ওপর প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত নাগেরহাট সেতুর নিচে দীর্ঘদিন ধরে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে। এর ফলে মাদাই খামার, সোনাপাড়া ও নাগেরহাট ব্রিজসংলগ্ন বেশ কয়েকটি গ্রাম ক্ষতির ঝুঁকিতে পড়েছে।

বক্তাদের দাবি, বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের কয়েকজন নেতা এই বালু ব্যবসার সঙ্গে জড়িত এবং থানা-পুলিশকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার বলেন, ‘পুলিশের টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

রাশেদ খানের পদত্যাগ চেয়ে গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্যের অনাস্থা

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

শিশু উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফার্মগেটের সড়ক ছেড়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সহপাঠীর মৃত্যুর জেরে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা
সহপাঠীর মৃত্যুর জেরে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ফার্মগেটের সড়ক থেকে সরে গেছেন তেজগাঁও কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক ছাড়েন তাঁরা। এরপর যান চলাচল শুরু হয়।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর জেরে আজ বেলা ১১টার দিকে ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সহপাঠীরা। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। কলেজের অধ্যক্ষ নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং আশ্বাস দেন, হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ছাড়া কলেজের ভেতরের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজে একটি রাজনৈতিক দলের দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে মাদক সেবন, বহিরাগত ছাত্র রাখা ও চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তার করছিল। ৬ ডিসেম্বর রাতে হলে বসে মাদক সেবনের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এতে তিনজন আহত হন, যার মধ্যে গুরুতর আহত ছিলেন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের সাকিবুল হাসান রানা। সাকিবুল হাসান রানা চার দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার মারা যান।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী মহিমান ফাহিম অভিযোগ করে বলেন,‘সাকিবুল হাসান রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে। ঘটনার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের অনুমতি না দিয়ে কলেজে তার জানাজা পড়তে দেওয়া হয়নি, তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছিলাম।’

তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম বলেন, ছাত্রাবাসে কিছু আবাসিক ও বাইরের লোক মাদক সেবন করছিল। রানা ও অন্যান্য শিক্ষার্থী প্রতিবাদ করলে সংঘর্ষ বাঁধে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই দিন ঘটনাস্থলে উত্তেজনার পর রানা মাথায় গুরুতর আঘাত পান। মরদেহ হাসপাতালে না জানিয়ে গাজীপুরে নেওয়া হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

রাশেদ খানের পদত্যাগ চেয়ে গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্যের অনাস্থা

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

শিশু উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত