মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ ছাড়া একই কেন্দ্রের আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা হলো–শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা। সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়ে মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকালে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায়, মাহমুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। সে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠির অধীনে থেকে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে চলে যায়।’

মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ ছাড়া একই কেন্দ্রের আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা হলো–শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা। সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়ে মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকালে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায়, মাহমুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। সে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠির অধীনে থেকে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে চলে যায়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতা-কর্মীরা। আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগে জড়ো হয় ৷
২৬ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২ ঘণ্টা আগে