মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ ছাড়া একই কেন্দ্রের আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা হলো–শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা। সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়ে মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকালে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায়, মাহমুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। সে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠির অধীনে থেকে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে চলে যায়।’

মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ ছাড়া একই কেন্দ্রের আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা হলো–শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা। সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়ে মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকালে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায়, মাহমুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। সে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠির অধীনে থেকে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে চলে যায়।’

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২২ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে