মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ ছাড়া একই কেন্দ্রের আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা হলো–শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা। সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়ে মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকালে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায়, মাহমুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। সে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠির অধীনে থেকে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে চলে যায়।’

মুন্সিগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ ছাড়া একই কেন্দ্রের আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা হলো–শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তার বাবা। সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়ে মাহামুদুল। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকালে পরীক্ষাকেন্দ্রে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায়, মাহমুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। সে হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবি শেঠির অধীনে থেকে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রে চলে যায়।’

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১৬ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
২১ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
২৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১ ঘণ্টা আগে