নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানীতে বোরাক রিয়েল এস্টেটের নির্মাণ করা ২৮তলা ভবনে অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
আজ রোববার দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে তিনি অভিযোগ নিয়ে আসেন। এ সময় সাংবাদিকদের কাছে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন বলেন, নিয়মবহির্ভূতভাবে চুক্তি সম্পাদন করে উত্তর সিটি করপোরেশনের জমিতে নির্মাণ করা হয় ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স’। ভবনের ৩০ শতাংশ পাবে সিটি করপোরেশন, ৭০ শতাংশ নির্মাতা প্রতিষ্ঠান। এ ধরনের অসম চুক্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে নির্মাণ সময়ে। কিন্তু এই চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হলেও সিটি করপোরেশন বুঝে পায়নি তার অংশ। এর পরও চুক্তি অমান্য করে ১৪তলার জায়গায় ২৮তলা নির্মাণ করে বোরাক রিয়েল এস্টেট। এ থেকে প্রতিষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে কোটি কোটি টাকা আয় করে নেয়। কিন্তু সিটি করপোরেশন তার কোনো টাকা পায়নি। এতে রাষ্ট্রের বিপুল অর্থের ক্ষতি হয়েছে।
সুমন বলেন, ‘এখানে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যা দুদক অনুসন্ধান করলে বেরিয়ে আসবে বলে আমি আশা করি।’
উল্লেখ্য, ২০০৬ সালের মে মাসে বোরাক রিয়েল এস্টেট ও সিটি করপোরেশনের মধ্যে প্রথম চুক্তি হয়েছিল। ১৩তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় ২০০৭ সালের জুলাইয়ে। চুক্তি অনুযায়ী ২০১০ সালের জানুয়ারিতে ভবন নির্মাণের কাজ শেষ করে করপোরেশনকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। চুক্তির আট মাসের মাথায় সেখানে ৩০তলা ফাউন্ডেশন রেখে ১৪তলা ভবন এবং একটির পরিবর্তে তিনটি বেসমেন্ট তৈরির আবেদন করে বোরাক। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের জুনে সিটি করপোরেশন সংশোধিত চুক্তি করে। এরপর ১৩তলার পরিবর্তে ১৪তলা ভবন নির্মাণে সংশোধিত চুক্তি হয়। এর ২৭ দিনের মাথায় আবার ১৪তলার ওপর আরও ১৬তলা করার অনুমতি চেয়ে আবেদন করে বোরাক। কিন্তু অনুমোদনের অপেক্ষা না করে নির্মাণকাজও চালিয়ে যায় তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানীতে বোরাক রিয়েল এস্টেটের নির্মাণ করা ২৮তলা ভবনে অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
আজ রোববার দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে তিনি অভিযোগ নিয়ে আসেন। এ সময় সাংবাদিকদের কাছে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন বলেন, নিয়মবহির্ভূতভাবে চুক্তি সম্পাদন করে উত্তর সিটি করপোরেশনের জমিতে নির্মাণ করা হয় ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স’। ভবনের ৩০ শতাংশ পাবে সিটি করপোরেশন, ৭০ শতাংশ নির্মাতা প্রতিষ্ঠান। এ ধরনের অসম চুক্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে নির্মাণ সময়ে। কিন্তু এই চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হলেও সিটি করপোরেশন বুঝে পায়নি তার অংশ। এর পরও চুক্তি অমান্য করে ১৪তলার জায়গায় ২৮তলা নির্মাণ করে বোরাক রিয়েল এস্টেট। এ থেকে প্রতিষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে কোটি কোটি টাকা আয় করে নেয়। কিন্তু সিটি করপোরেশন তার কোনো টাকা পায়নি। এতে রাষ্ট্রের বিপুল অর্থের ক্ষতি হয়েছে।
সুমন বলেন, ‘এখানে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যা দুদক অনুসন্ধান করলে বেরিয়ে আসবে বলে আমি আশা করি।’
উল্লেখ্য, ২০০৬ সালের মে মাসে বোরাক রিয়েল এস্টেট ও সিটি করপোরেশনের মধ্যে প্রথম চুক্তি হয়েছিল। ১৩তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় ২০০৭ সালের জুলাইয়ে। চুক্তি অনুযায়ী ২০১০ সালের জানুয়ারিতে ভবন নির্মাণের কাজ শেষ করে করপোরেশনকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। চুক্তির আট মাসের মাথায় সেখানে ৩০তলা ফাউন্ডেশন রেখে ১৪তলা ভবন এবং একটির পরিবর্তে তিনটি বেসমেন্ট তৈরির আবেদন করে বোরাক। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের জুনে সিটি করপোরেশন সংশোধিত চুক্তি করে। এরপর ১৩তলার পরিবর্তে ১৪তলা ভবন নির্মাণে সংশোধিত চুক্তি হয়। এর ২৭ দিনের মাথায় আবার ১৪তলার ওপর আরও ১৬তলা করার অনুমতি চেয়ে আবেদন করে বোরাক। কিন্তু অনুমোদনের অপেক্ষা না করে নির্মাণকাজও চালিয়ে যায় তারা।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে