Ajker Patrika

শিবচরে পদ্মায় ২০ হাজার মিটার জালসহ আটক ৫ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১২: ০২
শিবচরে পদ্মায় ২০ হাজার মিটার জালসহ আটক ৫ 

মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জালসহ ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ রোববার ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। 

অভিযানের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবচর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম। তিনি বলেন, ‘প্রথম অভিযান রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত পরিচালনা করা হয়েছে। জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের জন্য অভিযান চলমান থাকবে।’ 

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের প্রথম দিনেই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে নৌ-পুলিশ ও মৎস্য অফিসের একটি দল পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় অসাধু ৬ জেলে, ২০ হাজার মিটার জাল, ৪ ব্যাটারি, ২ কন্ট্রোলার ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত