রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এতে অনেক তরুণ দল বেঁধে রাতে মোবাইল ফোনের ফ্ল্যাশে ধান কাটছেন। দিনের রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে এভাবে রাতে ধান কাটছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে গিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন খেতে ধান কেটেছে ৮-১২ জনের একটি দল। তারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশের সহায়তায় এসব ধান কাটে।
রাতে ধান কাটা দলের সদস্য আমিন মিয়া, সোহেল ও নয়ন মিয়া বলেন, দিনের বেলায় দুই দিন রোদ-বৃষ্টি হয়েছিল। রোদে রগরমে কাজ করা যায় না। পাশাপাশি শ্রমিকের সংকট চলছে। গতকাল সন্ধ্যা থেকে ৮-১০ জন তরুণ মিলে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে ধান কাটা শুরু করি। চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একটুও ক্লান্ত হইনি। কাজের ফাঁকে গল্প-আড্ডা-গান গেয়ে আনন্দ উপভোগ করেছি।
রাতের ধান কাটা দেখতে আসেন স্থানীয় বাসিন্দা সুহেরা আক্তার। তিনি বলেন, ‘হঠাৎ ধানখেতে চোখ পড়তেই আলো দেখি, এগিয়ে দেখি ধান কাটছে। প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরে স্থানীয় কয়েকজনের কণ্ঠ শুনে বুঝতে পারলাম তাঁরা রাতের বেলায় মোবাইলের আলোয় ধান কাটছেন।’
স্থানীয় বাসিন্দা মুমেন বলেন, ‘দিনের বেলায় রোদের গরম পড়ে। এ ছাড়া শ্রমিকের সংকটে মজুরি বেশি দেওয়া লাগে। তাই কয়েকজন তরুণ রাতে ধান কাটছেন। মোবাইল ফোনের আলোয় ধান কাটা এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে।’
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদীতে ৫৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ার আশা করছেন কৃষকেরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াই শুরু হয়ে গেছে।

নরসিংদীর রায়পুরায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এতে অনেক তরুণ দল বেঁধে রাতে মোবাইল ফোনের ফ্ল্যাশে ধান কাটছেন। দিনের রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে এভাবে রাতে ধান কাটছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে গিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন খেতে ধান কেটেছে ৮-১২ জনের একটি দল। তারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশের সহায়তায় এসব ধান কাটে।
রাতে ধান কাটা দলের সদস্য আমিন মিয়া, সোহেল ও নয়ন মিয়া বলেন, দিনের বেলায় দুই দিন রোদ-বৃষ্টি হয়েছিল। রোদে রগরমে কাজ করা যায় না। পাশাপাশি শ্রমিকের সংকট চলছে। গতকাল সন্ধ্যা থেকে ৮-১০ জন তরুণ মিলে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে ধান কাটা শুরু করি। চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একটুও ক্লান্ত হইনি। কাজের ফাঁকে গল্প-আড্ডা-গান গেয়ে আনন্দ উপভোগ করেছি।
রাতের ধান কাটা দেখতে আসেন স্থানীয় বাসিন্দা সুহেরা আক্তার। তিনি বলেন, ‘হঠাৎ ধানখেতে চোখ পড়তেই আলো দেখি, এগিয়ে দেখি ধান কাটছে। প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরে স্থানীয় কয়েকজনের কণ্ঠ শুনে বুঝতে পারলাম তাঁরা রাতের বেলায় মোবাইলের আলোয় ধান কাটছেন।’
স্থানীয় বাসিন্দা মুমেন বলেন, ‘দিনের বেলায় রোদের গরম পড়ে। এ ছাড়া শ্রমিকের সংকটে মজুরি বেশি দেওয়া লাগে। তাই কয়েকজন তরুণ রাতে ধান কাটছেন। মোবাইল ফোনের আলোয় ধান কাটা এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে।’
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদীতে ৫৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ার আশা করছেন কৃষকেরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াই শুরু হয়ে গেছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে