রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এতে অনেক তরুণ দল বেঁধে রাতে মোবাইল ফোনের ফ্ল্যাশে ধান কাটছেন। দিনের রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে এভাবে রাতে ধান কাটছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে গিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন খেতে ধান কেটেছে ৮-১২ জনের একটি দল। তারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশের সহায়তায় এসব ধান কাটে।
রাতে ধান কাটা দলের সদস্য আমিন মিয়া, সোহেল ও নয়ন মিয়া বলেন, দিনের বেলায় দুই দিন রোদ-বৃষ্টি হয়েছিল। রোদে রগরমে কাজ করা যায় না। পাশাপাশি শ্রমিকের সংকট চলছে। গতকাল সন্ধ্যা থেকে ৮-১০ জন তরুণ মিলে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে ধান কাটা শুরু করি। চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একটুও ক্লান্ত হইনি। কাজের ফাঁকে গল্প-আড্ডা-গান গেয়ে আনন্দ উপভোগ করেছি।
রাতের ধান কাটা দেখতে আসেন স্থানীয় বাসিন্দা সুহেরা আক্তার। তিনি বলেন, ‘হঠাৎ ধানখেতে চোখ পড়তেই আলো দেখি, এগিয়ে দেখি ধান কাটছে। প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরে স্থানীয় কয়েকজনের কণ্ঠ শুনে বুঝতে পারলাম তাঁরা রাতের বেলায় মোবাইলের আলোয় ধান কাটছেন।’
স্থানীয় বাসিন্দা মুমেন বলেন, ‘দিনের বেলায় রোদের গরম পড়ে। এ ছাড়া শ্রমিকের সংকটে মজুরি বেশি দেওয়া লাগে। তাই কয়েকজন তরুণ রাতে ধান কাটছেন। মোবাইল ফোনের আলোয় ধান কাটা এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে।’
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদীতে ৫৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ার আশা করছেন কৃষকেরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াই শুরু হয়ে গেছে।

নরসিংদীর রায়পুরায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এতে অনেক তরুণ দল বেঁধে রাতে মোবাইল ফোনের ফ্ল্যাশে ধান কাটছেন। দিনের রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে এভাবে রাতে ধান কাটছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে গিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন খেতে ধান কেটেছে ৮-১২ জনের একটি দল। তারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশের সহায়তায় এসব ধান কাটে।
রাতে ধান কাটা দলের সদস্য আমিন মিয়া, সোহেল ও নয়ন মিয়া বলেন, দিনের বেলায় দুই দিন রোদ-বৃষ্টি হয়েছিল। রোদে রগরমে কাজ করা যায় না। পাশাপাশি শ্রমিকের সংকট চলছে। গতকাল সন্ধ্যা থেকে ৮-১০ জন তরুণ মিলে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে ধান কাটা শুরু করি। চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একটুও ক্লান্ত হইনি। কাজের ফাঁকে গল্প-আড্ডা-গান গেয়ে আনন্দ উপভোগ করেছি।
রাতের ধান কাটা দেখতে আসেন স্থানীয় বাসিন্দা সুহেরা আক্তার। তিনি বলেন, ‘হঠাৎ ধানখেতে চোখ পড়তেই আলো দেখি, এগিয়ে দেখি ধান কাটছে। প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরে স্থানীয় কয়েকজনের কণ্ঠ শুনে বুঝতে পারলাম তাঁরা রাতের বেলায় মোবাইলের আলোয় ধান কাটছেন।’
স্থানীয় বাসিন্দা মুমেন বলেন, ‘দিনের বেলায় রোদের গরম পড়ে। এ ছাড়া শ্রমিকের সংকটে মজুরি বেশি দেওয়া লাগে। তাই কয়েকজন তরুণ রাতে ধান কাটছেন। মোবাইল ফোনের আলোয় ধান কাটা এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে।’
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদীতে ৫৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ার আশা করছেন কৃষকেরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াই শুরু হয়ে গেছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে