ঢামেক প্রতিবেদক

রাজধানীর মুগদা মান্ডা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে রাজধানীর একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে মান্ডা গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায়
পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।
শাওনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শামীম হোসেন জানান, তারা একটি মোটরসাইকেলে করে তিনজন ঘুরতে বের হয়েছিল। মান্ডা মডেল টাউন এলাকায় গেলে রাস্তায় একটি মোটরসাইকেল ও একটি রিকশা পড়ে থাকতে দেখেন। আর পাশেই কয়েকজন আহত অবস্থায় পড়ে ছিলেন। আহতদের স্থানীয় ফেমাস হাসপাতালে নেন শামীম ও তাঁর সঙ্গীরা। সেখান থেকে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীম আরও জানান, শাওন মোটরসাইকেলের চালক ছিল। আহত অপর তিনজন রিকশার যাত্রী। তাঁরা ফেমাস হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে শাওনের বাবা মো. নিজাম উদ্দিন জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় ভাড়া থাকেন। শাওন মানিকনগর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। দুই ভাইয়ের মধ্যে শাওন বড়।
নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের কোনো মোটরসাইকেল নাই। অন্য একজনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল শাওন। পরে লোক মারফত শুনতে পারি সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। পরে ঢাকা মেডিকেলে এসে শাওনের লাশ দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গ্রিন মডেল টাউন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ওই শিক্ষার্থী। পরে পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর মুগদা মান্ডা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে রাজধানীর একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে মান্ডা গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায়
পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।
শাওনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শামীম হোসেন জানান, তারা একটি মোটরসাইকেলে করে তিনজন ঘুরতে বের হয়েছিল। মান্ডা মডেল টাউন এলাকায় গেলে রাস্তায় একটি মোটরসাইকেল ও একটি রিকশা পড়ে থাকতে দেখেন। আর পাশেই কয়েকজন আহত অবস্থায় পড়ে ছিলেন। আহতদের স্থানীয় ফেমাস হাসপাতালে নেন শামীম ও তাঁর সঙ্গীরা। সেখান থেকে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীম আরও জানান, শাওন মোটরসাইকেলের চালক ছিল। আহত অপর তিনজন রিকশার যাত্রী। তাঁরা ফেমাস হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে শাওনের বাবা মো. নিজাম উদ্দিন জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় ভাড়া থাকেন। শাওন মানিকনগর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। দুই ভাইয়ের মধ্যে শাওন বড়।
নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের কোনো মোটরসাইকেল নাই। অন্য একজনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল শাওন। পরে লোক মারফত শুনতে পারি সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। পরে ঢাকা মেডিকেলে এসে শাওনের লাশ দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গ্রিন মডেল টাউন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ওই শিক্ষার্থী। পরে পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৯ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১৮ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২২ মিনিট আগে