ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পাঁচ দিন নিখোঁজ থাকার পর মো. নিরব (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শহরতলির বায়তুল আমান কোলপাড় এলাকার ফসলি খেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিরব ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে। ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত সে।
জানা যায়, ২৫ মে বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে বের হয় নিরব। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন নিরব শেখের বাবা রেজাউল শেখ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরাও খবর পেয়ে সেখানে গিয়ে নিরব শেখের মরদেহ শনাক্ত করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিরবের বাবা রেজাউল শেখ বলেন, ‘কিছুদিন আগে নিরব ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কেনে। ওই মোবাইলের লোভেই তাকে নিয়ে হত্যা করা হয়েছে।’
এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সকালে মুকুল মল্লিক (২৫) ও অভি (২০) নামে দুজনকে আটক করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আশরাফ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ‘ঘটনার দিনে মুকুলের রিকশায় করে নিরবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। আশা করছি, ৭২ ঘণ্টার মধ্যেই আমরা নিরবের মোবাইল ফোন উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ছাড়া আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে পাঁচ দিন নিখোঁজ থাকার পর মো. নিরব (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শহরতলির বায়তুল আমান কোলপাড় এলাকার ফসলি খেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিরব ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে। ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত সে।
জানা যায়, ২৫ মে বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে বের হয় নিরব। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন নিরব শেখের বাবা রেজাউল শেখ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরাও খবর পেয়ে সেখানে গিয়ে নিরব শেখের মরদেহ শনাক্ত করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিরবের বাবা রেজাউল শেখ বলেন, ‘কিছুদিন আগে নিরব ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কেনে। ওই মোবাইলের লোভেই তাকে নিয়ে হত্যা করা হয়েছে।’
এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সকালে মুকুল মল্লিক (২৫) ও অভি (২০) নামে দুজনকে আটক করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আশরাফ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ‘ঘটনার দিনে মুকুলের রিকশায় করে নিরবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। আশা করছি, ৭২ ঘণ্টার মধ্যেই আমরা নিরবের মোবাইল ফোন উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ছাড়া আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে