Ajker Patrika

রাজধানীতে হেলপারকে চাপা দিল একই পরিবহনের আরেক বাস

ঢামেক প্রতিনিধি
রাজধানীতে হেলপারকে চাপা দিল একই পরিবহনের আরেক বাস

রাজধানীর মিরপুরে বাসচাপায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত হেলপারের নাম—সুজন ব্যাপারী (২৫)। তিনি পরিস্থান পরিবহন নামের বাসে ছিলেন। তাকে চাপা দিয়েছে একই পরিবহনের আরেকটি বাস। 

হাসপাতালে সুজনের বন্ধু মো. সোহাগ জানান, সুজন মোহাম্মদপুর টু উত্তরা রোডের পরিস্থান বাসের হেলপার ছিলেন। বর্তমানে মিরপুরের রূপনগর চলন্তিকা ঝিলপাড় এলাকায় থাকতেন। সকালে বাসে তিনি মোহাম্মদপুর থেকে উত্তরায় যাচ্ছিলেন। পথে মিরপুর ১২ নম্বর সেকশনে বাসস্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে লোকজন তুলছিলেন সুজন। এ সময় পরিস্থানের আরেকটি গাড়ি বাম দিক দিয়ে এসে সুজনকে চাপা দেয়। পরে তাঁকে দ্রুত স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

সুজনের ভাই সুমন ব্যাপারী আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়। তাঁর বাবার নাম ইসমাঈল ব্যাপারী। সুজন বর্তমানে রূপনগর ঝিলপাড় চলন্তিকা বস্তিতে থেকে বাসে হেলপারের কাজ করতেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় অবহিত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত