
গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টস কর্মকর্তাকে তুলে নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিনকে (৩৬) উদ্ধার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।
অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিন (৩৬) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছোট উত্তমপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় হ্যামস্ গার্মেন্টসে কোয়ালিটি ম্যানেজার পদে চাকরি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে ওই অপহরণের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (২৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিম (২৮) ও রফিকুল ইসলাম নামের অপর এক ব্যক্তির ছেলে মোহাম্মদ রাজিব মিয়া (২৩)।
মামলার বাদী অপহৃত গার্মেন্টস কর্মকর্তার ফুপাতো ভাই মো. রুহুল আমিন বলেন, ‘অপহরণকারীরা গত বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা থেকে জালাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে অজ্ঞাতনামা স্থানে তাকে রেখে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।’
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর গভীর রাতে অপহরণকারীরা গার্মেন্টস কর্মকর্তা জালাল উদ্দিনকে অপহরণ করে তাঁর স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টস কর্মকর্তাকে তুলে নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিনকে (৩৬) উদ্ধার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।
অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিন (৩৬) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছোট উত্তমপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় হ্যামস্ গার্মেন্টসে কোয়ালিটি ম্যানেজার পদে চাকরি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে ওই অপহরণের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (২৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিম (২৮) ও রফিকুল ইসলাম নামের অপর এক ব্যক্তির ছেলে মোহাম্মদ রাজিব মিয়া (২৩)।
মামলার বাদী অপহৃত গার্মেন্টস কর্মকর্তার ফুপাতো ভাই মো. রুহুল আমিন বলেন, ‘অপহরণকারীরা গত বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা থেকে জালাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে অজ্ঞাতনামা স্থানে তাকে রেখে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।’
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর গভীর রাতে অপহরণকারীরা গার্মেন্টস কর্মকর্তা জালাল উদ্দিনকে অপহরণ করে তাঁর স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে