নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সজল ঢালি (৪৫) নামে পুরান ঢাকার এক কাপড় ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন বাড়ির কাজ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ। তার মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সজল ঢালির শ্বশুর মো. অহিদুল।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার রাত আনুমানিক ১১টায় কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ সি-ব্লকের নির্মাণাধীন বাড়ির কাজ শেষে রাজধানীর শ্যামপুরের আরসিন গেটের বর্তমান বাসায় ফেরার পথে রওনা হয়। এরপর আর বাসায় ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজ সজল ঢালির স্ত্রী তানিয়া আক্তার বলেন, তাঁর স্বামী পুরান ঢাকার সদরঘাটে কাপড় ব্যবসায়ী। সজলের সঙ্গে কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এমনকি পারিবারিক কোনো কলহ নেই। বুধবার দুপুরে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে সদরঘাটে অফিসে যান। সেখান থেকে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নির্মাণাধীন বাড়ির কাজের অগ্রগতি দেখতে যান। রাতে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। ওই দিনের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, দিন যতই যাচ্ছে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা তত বাড়ছে। দুই মেয়ে শুধু বাবাকে খুঁজছে। তারা বারবার আকুতি জানিয়ে বলেন, আমার বাবাকে ফিরিয়ে দাও। ঘটনার পর র্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজলের খোঁজে তদন্তের নেমেছে। এখনো তার সন্ধান পায়নি তারা।
এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর-রশিদ বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সর্বশেষ অবস্থান দেখতে পেয়েছি তিনি কেরানীগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশ্যে গিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।’
নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।

সজল ঢালি (৪৫) নামে পুরান ঢাকার এক কাপড় ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন বাড়ির কাজ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ। তার মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সজল ঢালির শ্বশুর মো. অহিদুল।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার রাত আনুমানিক ১১টায় কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ সি-ব্লকের নির্মাণাধীন বাড়ির কাজ শেষে রাজধানীর শ্যামপুরের আরসিন গেটের বর্তমান বাসায় ফেরার পথে রওনা হয়। এরপর আর বাসায় ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজ সজল ঢালির স্ত্রী তানিয়া আক্তার বলেন, তাঁর স্বামী পুরান ঢাকার সদরঘাটে কাপড় ব্যবসায়ী। সজলের সঙ্গে কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এমনকি পারিবারিক কোনো কলহ নেই। বুধবার দুপুরে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে সদরঘাটে অফিসে যান। সেখান থেকে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নির্মাণাধীন বাড়ির কাজের অগ্রগতি দেখতে যান। রাতে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। ওই দিনের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, দিন যতই যাচ্ছে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা তত বাড়ছে। দুই মেয়ে শুধু বাবাকে খুঁজছে। তারা বারবার আকুতি জানিয়ে বলেন, আমার বাবাকে ফিরিয়ে দাও। ঘটনার পর র্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজলের খোঁজে তদন্তের নেমেছে। এখনো তার সন্ধান পায়নি তারা।
এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর-রশিদ বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সর্বশেষ অবস্থান দেখতে পেয়েছি তিনি কেরানীগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশ্যে গিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।’
নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
২৮ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
২ ঘণ্টা আগে