নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ৩ জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় একটি ভাড়া বাসায় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত পারভেজ পাবনা জেলার সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি রূপগঞ্জের আমলাবো এলাকার আজিজ মোল্লার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আজিজ মোল্লার বাড়ির ছাদে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এক কিশোর। সঙ্গে সঙ্গে সে আশপাশের লোকজনকে জানালে পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ঘটনার দিন বিকেলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ৩ জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় একটি ভাড়া বাসায় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত পারভেজ পাবনা জেলার সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি রূপগঞ্জের আমলাবো এলাকার আজিজ মোল্লার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আজিজ মোল্লার বাড়ির ছাদে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এক কিশোর। সঙ্গে সঙ্গে সে আশপাশের লোকজনকে জানালে পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ঘটনার দিন বিকেলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ৫৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ ইনের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে ইমন কুমার প্রামাণিক (২৭) নামের এক যুবককে অপহরণ করার এক দিন পর অচেতন অবস্থায় রাজশাহীর ঘোড়ামারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইমনকে রাজশাহী থেকে বাড়িতে নিয়ে এসেছে তাঁর পরিবার। এর আগে গত রোববার রাতে অপহরণকারীরা তাঁকে নওগাঁ শহর...
৫ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেলটি ফুটপাতের পাশে অবিস্ফোরিত অবস্থায় পরে থাকতে দেখা গেছে। আজ বুধবার (১৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে ককটেলটি পড়ে থাকতে দেখা যায়।
৯ মিনিট আগেবরিশালে ডেঙ্গুতে আক্রান্ত সুমতি (৬৫) নামের এক নারী মারা গেছেন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১১০ জন।
১২ মিনিট আগে