Ajker Patrika

৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম, সম্পাদক জাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম, সম্পাদক জাহিদ

৪০ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাদ্দাম হোসেন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত (বিনা প্রতিদ্বন্দ্বিতা) হয়েছেন জাহিদ আল আসাদ। সভাপতি সাদ্দাম ২৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনুস শিকদার ১২৪ ভোট পেয়েছেন। অন্যদিকে সম্পাদক জাহিদ এককভাবে ৪২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

আজ রোববার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল শনিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নায়েমে স্থাপিত নির্বাচন সমন্বয় কক্ষ পরিদর্শন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ৪০ তম ব্যাচের সায়েম আশরাফ, এনায়েত উল্লাহ শরীফ, আবুল কালাম আজাদ, কামরুল হাসান ইমন, লিটন চন্দ্র সূত্রধর, তানভীর জামান, সৈয়দা জান্নাতুল নাঈম, মাহাবুবা প্রমুখ। 

নবনির্বাচিত সভাপতি মো. সাদ্দাম হোসেন জানিয়েছেন, তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি শিক্ষা ক্যাডারের নিজ ব্যাচের কর্মকর্তাদের মর্যাদা রক্ষা ও দাবি বাস্তবায়নে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সঙ্গে একযোগে কাজ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত