পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে কোনো আইন নেই। বর্জ্য সমস্যার সমাধান করা না গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি থেকেই যাবে। এ জন্য বর্জ্য সমস্যা সমাধানে রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন তিনি।
আজ মঙ্গলবার ইউএসএইড ও এফসিডিও-এর অর্থায়নে ঢাকা কলিং প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।
‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আইনি সীমাবদ্ধতা ও সুপারিশ’ শীর্ষক এই আলোচনায় সংসদীয় কমিটির আরও দুই সদস্য সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও বগুড়া-৭-এর সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাবের হোসেন চৌধুরী আরও বলেন, সংবিধানের ১৮ নম্বর ধারায় জনস্বার্থের উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। সেই হিসেবে মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া সাংবিধানিক দায়িত্ব। কিন্তু গেল ৫০ বছরেও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারেনি দেশ। এ নিয়ে সিটি করপোরেশন, রাজউকসহ সংশ্লিষ্টদের একসঙ্গে বসার তাগিদ দেন তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট ক্লাবে আয়োজিত এই সভায় পরিবেশবিদ, এনজিও প্রতিনিধি ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বস্তিবাসী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে