Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে হাসিজুল হক সাকিব (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় খিলগাঁও থানা-পুলিশ। 

হাসপাতালে সাকিবের বন্ধু আরিফ হোসেন বলেন, সাকিবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাজলী গ্রামে। বাবা ইমদাদুল হক অনেক আগেই মারা গেছে। মা হালিমা বেগমের সঙ্গে খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ই ব্লকের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকেন। আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তবে বর্তমানে বেকার। দুই ভাইয়ের মধ্যে সাকিব ছিল বড়। ছোট ভাই সিলেটে পড়াশোনা করে। 

তিনি আরও বলেন, সাকিবের মা সাকিবকে বাসায় রেখে দুই দিন আগে নরসিংদীর মাধবদীতে সাকিবের নানা বাড়িতে যায়। গতকাল কয়েকবার ফোন দিলেও সাকিব ফোন রিসিভ করছিলনা। পরে প্রতিবেশীদের ফোন দিয়ে সাকিবের খবর নিতে বলে। পরে প্রতিবেশীরা দরজা ভেতর থেকে বন্ধ পায়। আজ সকালে সাকিবের মা ঢাকায় এসে প্রতিবেশির সহায়তায় দরজা ভেঙে সাকিবকে বিছানায় মৃত অবস্থায় পায়। পরে পুলিশকে অবহিত করে। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘দুপুড়ে খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ওই বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বাসায় ওই যুবক একাই ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত