কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রায় দেড় মাস পর খুলল কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের তালা। আজ শনিবার বিকেলে তালা খুলে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে তালা খোলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করেন। কিন্তু কোনো আটকের খবর পাওয়া যায়নি।
জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, দীর্ঘ দেড় মাস পর জেলা বিএনপির কার্যালয়টিতে নেতা-কর্মীরা প্রবেশ করেছেন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে জেলা শহরের স্টেশন রোডের কার্যালয়টি। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর রেশ ধরে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কিশোরগঞ্জ জেলা কার্যালয়। জেলাজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা কার্যালয়মুখী হননি খুব একটা।
আলোচনা সভায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা।
এতে প্রধান অতিথি ছিলেন—আমিরুজ্জামান জামান। সভায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন। সভাটি সঞ্চালনায় ছিলেন-জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন।

প্রায় দেড় মাস পর খুলল কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের তালা। আজ শনিবার বিকেলে তালা খুলে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে তালা খোলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করেন। কিন্তু কোনো আটকের খবর পাওয়া যায়নি।
জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, দীর্ঘ দেড় মাস পর জেলা বিএনপির কার্যালয়টিতে নেতা-কর্মীরা প্রবেশ করেছেন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে জেলা শহরের স্টেশন রোডের কার্যালয়টি। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর রেশ ধরে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কিশোরগঞ্জ জেলা কার্যালয়। জেলাজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা কার্যালয়মুখী হননি খুব একটা।
আলোচনা সভায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা।
এতে প্রধান অতিথি ছিলেন—আমিরুজ্জামান জামান। সভায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন। সভাটি সঞ্চালনায় ছিলেন-জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন।

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২৬ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে