
রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকায় ঢালু জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় আব্দুল ওমর ইবনুল খাত্তাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির নাম আব্দুল আহাদ (১১)। সে ওই এলাকার ফলের দোকানি খোকন মিয়ার ছেলে।
হাসপাতালে শিশুটির চাচা আবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিল আহাদ। পরিবারের সঙ্গে মুসলিমনগর কুয়েতি মসজিদের পাশে একটি বাড়িতে থাকে তারা। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জগন্নাথপুরে।
তিনি আরও জানান, সকাল ১০টার দিকে মুসলিমনগরের বাসা থেকে একাই খেলতে বের হয় আহাদ। এর কিছুক্ষণ পর অন্য এক শিশু বাসায় এসে তার মাকে খবর দেয়, আহাদ পানিতে পড়ে গেছে। তখন স্বজনেরা দৌড়ে সেখানে গিয়ে আহাদকে পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের ধারণা, পানি দেখে সেখানে গোসল করতে নেমেছিল আহাদ। সাঁতার না জানায় ডুবে মারা গেছে সে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১১ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১৩ মিনিট আগে