নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারিগরি ত্রুটিতে গতকাল বুধবার প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা তদন্ত করতে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিল)। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। গতকাল রাতেই ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়াকে আহ্বায়ক ও ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমানকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএমের দুজন প্রকৌশলীকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। এতে ভায়াডাক্ট দেবে গিয়ে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যায়। এই ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ দিন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’
পরে ত্রুটি সারিয়ে বুধবার রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা-উত্তর ও মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

কারিগরি ত্রুটিতে গতকাল বুধবার প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা তদন্ত করতে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিল)। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। গতকাল রাতেই ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়াকে আহ্বায়ক ও ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমানকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএমের দুজন প্রকৌশলীকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। এতে ভায়াডাক্ট দেবে গিয়ে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যায়। এই ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ দিন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’
পরে ত্রুটি সারিয়ে বুধবার রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা-উত্তর ও মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে