কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বিকেলে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ কয়েক শ্রমিক আহত হয়েছেন।
এর আগে, আজ বেলা সাড়ে ৩টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ৩১ মে এমএসএ টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধান চাইলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সামনে ঈদুল আজহা। এখনো শ্রমিকেরা বেতন ও বোনাস পাননি। এ জন্য আন্দোলন করছেন তাঁরা; কিন্তু পুলিশ আন্দোলনরত শ্রমিকদের পেটাচ্ছে। বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা সড়ক থেকে না সরলে একপর্যায়ে তাঁদের লাঠিপেটায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করেন। এ সময় মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর করেন শ্রমিকেরা। সন্ধ্যা ৬টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে গেলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কথা হলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গাড়িও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বিকেলে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ কয়েক শ্রমিক আহত হয়েছেন।
এর আগে, আজ বেলা সাড়ে ৩টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ৩১ মে এমএসএ টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধান চাইলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। সামনে ঈদুল আজহা। এখনো শ্রমিকেরা বেতন ও বোনাস পাননি। এ জন্য আন্দোলন করছেন তাঁরা; কিন্তু পুলিশ আন্দোলনরত শ্রমিকদের পেটাচ্ছে। বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা সড়ক থেকে না সরলে একপর্যায়ে তাঁদের লাঠিপেটায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করেন। এ সময় মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর করেন শ্রমিকেরা। সন্ধ্যা ৬টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে গেলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কথা হলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গাড়িও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২০ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে