Ajker Patrika

১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০: ২৯
১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুলান-২-এর বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন কবির মোল্লা, মো. ইছহাক ও সঞ্জয় দাস ওরফে মো. হোসেন (নওমুসলিম)।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কেউ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিদের আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় একটি টয়োটা ল্যান্ডক্রুজার জিপ তল্লাশি করে পুলিশ। তল্লাশি করে জিপের সামনের বাম পাশের সিটের সামনে ড্যাশ বোর্ডের নিচের বক্সে রক্ষিত একটি শপিং ব্যাগের ভেতরে নীল রং জিপারযুক্ত ৭০টি পলিপ্যাক, যার প্রতিটি পলিপ্যাকে ২০০ পিস করে মোট ১৪ হাজার পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার হয়। ওই সময় গাড়ি থেকে আসামিদের আটক করা হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার পুলিশ পরির্দশক শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্তের পর গত বছরের ১৩ ফ্রেব্রুয়ারি একই থানার এসআই মো. নূর আলম সিদ্দিক তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

একই বছরের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত