Ajker Patrika

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ফতুল্লার পিলকুনি কবরস্থান সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম রাজু (১৭)। সে ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। ওই কিশোর পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

এর আগে গত ১২ মার্চ রাতে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাজু।

ইজিবাইক গ্যারেজ মালিক বাবুল হোসেন বলেন, ‘গত মঙ্গলবার রাতে তারাবি নামাজ শেষে ১০টার দিকে ইজিবাইক নিয়ে বের হয় বাবুল। বুধবার সকালে তার গ্যারেজে ফিরে আসার কথা। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়, বাসায় খোঁজ নিয়ে জানা যায় বাসায় ফেরেনি। বুধবার সারা দিন তার অপেক্ষায় থাকার পর রাতে থানায় গেলে বৃহস্পতিবার সকালে পুলিশ জিডি করার পরামর্শ দেয়। কিন্তু সকালে শুনলাম রাজুর মরদেহ পাওয়া গেছে।’

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে রাজুকে হত্যা করা হয়েছে। তাঁর ব্যবহৃত অটোরিকশা এখনো পাওয়া যায়নি। মরদেহটি ডোবায় দুদিন পরে থাকায় পচন ধরেছে। ফলে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট নয়। আমরা মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সাইফুল আরও বলেন, ‘সম্ভাব্য খুনিদের ধরতে আমাদের অভিযান চলছে। সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্র এই কাজ করে থাকতে পারে আমাদের ধারণা। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত