নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন কলে ঢাকাগামী ট্রেন থেকে ভুল স্টেশনে নেমে যাওয়া ৮ বছরের এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁর আত্রাই থানা–পুলিশ। গতকাল বুধবার এ আহসানগঞ্জ স্টেশন থেকে ঠাকুরগাঁও জেলার আখানগর উপজেলার জাহিদুল ইসলামের মেয়ে সুরাইয়া খাতুনকে উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এ কর্মরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
পুলিশ কর্মকর্তা আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নাটোরে যাচ্ছিল একটি পরিবার। পরিবারটি নাটোর স্টেশন মনে করে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে নেমে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার ট্রেনে উঠে পড়েন। কিন্তু তাদের আট বছর বয়সী মেয়ে শিশুটি ওঠার আগেই ট্রেন চলতে শুরু করে। কিংকর্তব্যবিমূঢ় পরিবারটি বুঝতে পারছিল না কি করবে। পরিবারটির এমন অসহায় অবস্থা দেখে ট্রেনের আরেক যাত্রী ৯৯৯ ফোন করেন।’
আনোয়ার সাত্তার আরও জানান, ‘পরিবারটি ভুলে নেমে আবার ট্রেনে ওঠার সময়ে আহসানগঞ্জ স্টেশনে তাঁদের মেয়েকে ফেলে যান। দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান ওই যাত্রী।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘জাতীয় জরুরি সেবা থেকে পুলিশ সদস্য রুবিনা আক্তার তাৎক্ষণিকভাবে বিষয়টি নওগাঁর আত্রাই থানায় বিষয়টি জানান এবং দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।’
এ বিষয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি সেবা থেকে কল পেয়ে পরে ট্রেনের কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়। তার দেওয়া বর্ণনা অনুযায়ী পরে স্টেশন থেকে সুরাইয়া খাতুন নামের ওই শিশুকে উদ্ধার করে থানা-পুলিশের একটি দল। পরবর্তীতে শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হলে, নাটোর থেকে আহমেদ বখতিয়া নামের এক স্বজন আত্রাই থানায় আসেন। পরে তাঁর জিম্মায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) শাম মোহাম্মদ। পরে বিষয়টি তিনি জাতীয় জরুরি সেবাকে নিশ্চিত করেছেন।’

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন কলে ঢাকাগামী ট্রেন থেকে ভুল স্টেশনে নেমে যাওয়া ৮ বছরের এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁর আত্রাই থানা–পুলিশ। গতকাল বুধবার এ আহসানগঞ্জ স্টেশন থেকে ঠাকুরগাঁও জেলার আখানগর উপজেলার জাহিদুল ইসলামের মেয়ে সুরাইয়া খাতুনকে উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এ কর্মরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
পুলিশ কর্মকর্তা আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নাটোরে যাচ্ছিল একটি পরিবার। পরিবারটি নাটোর স্টেশন মনে করে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে নেমে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার ট্রেনে উঠে পড়েন। কিন্তু তাদের আট বছর বয়সী মেয়ে শিশুটি ওঠার আগেই ট্রেন চলতে শুরু করে। কিংকর্তব্যবিমূঢ় পরিবারটি বুঝতে পারছিল না কি করবে। পরিবারটির এমন অসহায় অবস্থা দেখে ট্রেনের আরেক যাত্রী ৯৯৯ ফোন করেন।’
আনোয়ার সাত্তার আরও জানান, ‘পরিবারটি ভুলে নেমে আবার ট্রেনে ওঠার সময়ে আহসানগঞ্জ স্টেশনে তাঁদের মেয়েকে ফেলে যান। দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান ওই যাত্রী।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘জাতীয় জরুরি সেবা থেকে পুলিশ সদস্য রুবিনা আক্তার তাৎক্ষণিকভাবে বিষয়টি নওগাঁর আত্রাই থানায় বিষয়টি জানান এবং দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।’
এ বিষয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি সেবা থেকে কল পেয়ে পরে ট্রেনের কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়। তার দেওয়া বর্ণনা অনুযায়ী পরে স্টেশন থেকে সুরাইয়া খাতুন নামের ওই শিশুকে উদ্ধার করে থানা-পুলিশের একটি দল। পরবর্তীতে শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হলে, নাটোর থেকে আহমেদ বখতিয়া নামের এক স্বজন আত্রাই থানায় আসেন। পরে তাঁর জিম্মায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) শাম মোহাম্মদ। পরে বিষয়টি তিনি জাতীয় জরুরি সেবাকে নিশ্চিত করেছেন।’

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
৫ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে