প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০০ জন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২ শত ৪৮ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ২০০ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১১০ জন, পাংশা উপজেলার ৪৯ জন, কালুখালী উপজেলার ১৯ জন, বালিয়াকান্দি উপজেলার ১৩ জন ও গোয়ালন্দ উপজেলার ৯ জন রয়েছেন।
মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩ হাজার ৮ ও ৭ জন, পাংশা উপজেলায় ১ হাজার ৫৬২ জন, কালুখালী উপজেলায় ৪৮৫ জন, বালিয়াকান্দি উপজেলায় ৫৩৩ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৮৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৫০২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৮৪ জন, পাংশা উপজেলায় ১ হাজার ৬৬ জন, কালুখালী উপজেলায় ২৯৫ জন, বালিয়াকান্দি উপজেলায় ৪১৮ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৬৩৯ জন রয়েছেন। তাঁদের মধ্যে জেলায় করোনা ইউনিটে ভর্তি আছে ৭৬ জন, রাজবাড়ী সদর হাসপাতালে ২৮ জন, গোয়ালন্দে ৭ জন, পাংশায় ১৯ জন, বালিয়াকান্দিতে ৬ জন এবং কালুখালীতে ১৬ জন।
এ ছাড়া হোম আইসোলশনে আছেন ১ হাজার ৬১৬ জন। যার মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬৬৫ জন, পাংশা উপজেলায় ৪৬১ জন, কালুখালী উপজেলায় ১৭০ জন, বালিয়াকান্দি উপজেলায় ১৭ জন, গোয়ালন্দ উপজেলায় ২১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় ৫৪ জন মারা গেছেন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৩০ জন, পাংশা উপজেলায় ১৬ জন, কালুখালী উপজেলায় ৪ জন, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় ২ জন করে মোট ৪ জন। এখন পর্যন্ত জেলায় ২৭ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পিসিআর ল্যাবে ২১ হাজার ৭৯৬টি এবং র্যাপিড এন্টিজেন টেস্ট হয়েছে ৫ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
সিভিল সার্জন ইব্রাহিম টিটন জানান, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জনসাধারণ সচেতন না হলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়বে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। সেই সঙ্গে মাস্ক ব্যবহার করতে হবে।

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০০ জন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২ শত ৪৮ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ২০০ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১১০ জন, পাংশা উপজেলার ৪৯ জন, কালুখালী উপজেলার ১৯ জন, বালিয়াকান্দি উপজেলার ১৩ জন ও গোয়ালন্দ উপজেলার ৯ জন রয়েছেন।
মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩ হাজার ৮ ও ৭ জন, পাংশা উপজেলায় ১ হাজার ৫৬২ জন, কালুখালী উপজেলায় ৪৮৫ জন, বালিয়াকান্দি উপজেলায় ৫৩৩ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৮৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৫০২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৮৪ জন, পাংশা উপজেলায় ১ হাজার ৬৬ জন, কালুখালী উপজেলায় ২৯৫ জন, বালিয়াকান্দি উপজেলায় ৪১৮ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৬৩৯ জন রয়েছেন। তাঁদের মধ্যে জেলায় করোনা ইউনিটে ভর্তি আছে ৭৬ জন, রাজবাড়ী সদর হাসপাতালে ২৮ জন, গোয়ালন্দে ৭ জন, পাংশায় ১৯ জন, বালিয়াকান্দিতে ৬ জন এবং কালুখালীতে ১৬ জন।
এ ছাড়া হোম আইসোলশনে আছেন ১ হাজার ৬১৬ জন। যার মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬৬৫ জন, পাংশা উপজেলায় ৪৬১ জন, কালুখালী উপজেলায় ১৭০ জন, বালিয়াকান্দি উপজেলায় ১৭ জন, গোয়ালন্দ উপজেলায় ২১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় ৫৪ জন মারা গেছেন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৩০ জন, পাংশা উপজেলায় ১৬ জন, কালুখালী উপজেলায় ৪ জন, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় ২ জন করে মোট ৪ জন। এখন পর্যন্ত জেলায় ২৭ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পিসিআর ল্যাবে ২১ হাজার ৭৯৬টি এবং র্যাপিড এন্টিজেন টেস্ট হয়েছে ৫ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
সিভিল সার্জন ইব্রাহিম টিটন জানান, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জনসাধারণ সচেতন না হলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়বে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। সেই সঙ্গে মাস্ক ব্যবহার করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে