নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ২টা) ধানমন্ডি, আসাদগেট, মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ী, শনির আখড়া ও কাজলা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, মানিকনগর, কমলাপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গুলিস্তান প্রতিটি গলিতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের বের হতে দিচ্ছেন না। মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত এলাকায় পুলিশের টহল রয়েছে। এসব এলাকায় দুই বা ততোধিক লোক দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে।
রাজধানীর আসাদগেট এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে পুলিশ ও আওয়ামী লীগ যুবলীগ নেতা-কর্মী ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর মেরুল বাড্ডায় সকাল থেকে রাস্তায় অবস্থান নেন ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১২টা নাগাদ আন্দোলনকারীরা রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের ভবনে আগুন দেন। এর পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এতে আন্দোলনকারীরা পিছু হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে’ এই কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শাটডাউনের প্রভাবে কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে। সড়কে যানবাহন চলছে কম।

কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ২টা) ধানমন্ডি, আসাদগেট, মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ী, শনির আখড়া ও কাজলা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, মানিকনগর, কমলাপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গুলিস্তান প্রতিটি গলিতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের বের হতে দিচ্ছেন না। মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত এলাকায় পুলিশের টহল রয়েছে। এসব এলাকায় দুই বা ততোধিক লোক দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে।
রাজধানীর আসাদগেট এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে পুলিশ ও আওয়ামী লীগ যুবলীগ নেতা-কর্মী ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর মেরুল বাড্ডায় সকাল থেকে রাস্তায় অবস্থান নেন ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১২টা নাগাদ আন্দোলনকারীরা রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের ভবনে আগুন দেন। এর পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এতে আন্দোলনকারীরা পিছু হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে’ এই কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শাটডাউনের প্রভাবে কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে। সড়কে যানবাহন চলছে কম।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে