কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপি নেতা মো. আবুল হাছান রতন (৫৫) হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর আশিয়া এলাকা থেকে কিশোরগঞ্জ র্যাব-১৪–এর ক্যাম্পের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে র্যাব-১৪–এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
গত রোববার (১২ জানুয়ারি) রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে উপজেলা কমিটির কাউন্সিল ঘিরে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল হাছান রতন নিহত হন। তিনি রাউতি ইউনিয়ন বিএনপির দুবারের সভাপতি ছিলেন।
এ ঘটনায় গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে নিহত আবুল হাছান রতনের ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খানম বাদী হয়ে তাড়াইল থানায় একটি হত্যা মামলা করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন, জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. গিয়াস উদ্দিন (৫৮) ও তাঁর স্ত্রী নাজমা (৪০), একই ইউনিয়নের কারংকা গ্রামের তোজাম্মেলের ছেলে শাখাওয়াত (৩৮) এবং রাউতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর শরীফ উদ্দিন ভূঞা জুয়েল (৫০)। নুর শরীফ উদ্দিন ভূঞা জুয়েল কারংকা গ্রামের নূর উদ্দিন ভূঞার ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত ১১ জানুয়ারি রাতে বানাইল বাজারে বিএনপি সভাপতি পদের কাউন্সিল সামনে রেখে গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সভাপতি আবুল হাছান রতনকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। ১২ জানুয়ারি সকালে রতন গিয়াস উদ্দিনকে বক্তব্যের কারণ জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়। হামলায় রতনের বুকে এবং মাথায় আঘাত করা হয়। পরে তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, মামলার পরপরই ছায়া তদন্ত শুরু করে র্যাব। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপি নেতা মো. আবুল হাছান রতন (৫৫) হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর আশিয়া এলাকা থেকে কিশোরগঞ্জ র্যাব-১৪–এর ক্যাম্পের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে র্যাব-১৪–এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
গত রোববার (১২ জানুয়ারি) রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে উপজেলা কমিটির কাউন্সিল ঘিরে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল হাছান রতন নিহত হন। তিনি রাউতি ইউনিয়ন বিএনপির দুবারের সভাপতি ছিলেন।
এ ঘটনায় গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে নিহত আবুল হাছান রতনের ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খানম বাদী হয়ে তাড়াইল থানায় একটি হত্যা মামলা করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন, জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. গিয়াস উদ্দিন (৫৮) ও তাঁর স্ত্রী নাজমা (৪০), একই ইউনিয়নের কারংকা গ্রামের তোজাম্মেলের ছেলে শাখাওয়াত (৩৮) এবং রাউতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর শরীফ উদ্দিন ভূঞা জুয়েল (৫০)। নুর শরীফ উদ্দিন ভূঞা জুয়েল কারংকা গ্রামের নূর উদ্দিন ভূঞার ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত ১১ জানুয়ারি রাতে বানাইল বাজারে বিএনপি সভাপতি পদের কাউন্সিল সামনে রেখে গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সভাপতি আবুল হাছান রতনকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। ১২ জানুয়ারি সকালে রতন গিয়াস উদ্দিনকে বক্তব্যের কারণ জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়। হামলায় রতনের বুকে এবং মাথায় আঘাত করা হয়। পরে তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, মামলার পরপরই ছায়া তদন্ত শুরু করে র্যাব। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে