কিশোরগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব ফয়সাল প্রিন্স নিজেদের ফেসবুক আইডিতে দুই নেতাকে বহিষ্কারের নোটিশ দেন।
বহিষ্কারের নোটিশে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
নোটিশ ও বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ফয়সাল প্রিন্স বলেন, ‘তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতিবহির্ভূত তথ্য-প্রমাণ পেয়েছি। এই কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।’ কী অপরাধের জন্য বহিষ্কার করা হয়েছে, তা তিনি না জানালেও বলেন, ‘এগুলো ইন্টারনাল বিষয়, সংগঠনের সুনাম রক্ষার্থে কারণগুলো বলতে পারছি না।’
এ ব্যাপারে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বড় সংগঠন। ফলে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের ছেলে নানা উদ্দেশ্যে ঢুকে পড়ে। ভবিষ্যতেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরে ৩২১ সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব ফয়সাল প্রিন্স নিজেদের ফেসবুক আইডিতে দুই নেতাকে বহিষ্কারের নোটিশ দেন।
বহিষ্কারের নোটিশে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
নোটিশ ও বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ফয়সাল প্রিন্স বলেন, ‘তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতিবহির্ভূত তথ্য-প্রমাণ পেয়েছি। এই কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।’ কী অপরাধের জন্য বহিষ্কার করা হয়েছে, তা তিনি না জানালেও বলেন, ‘এগুলো ইন্টারনাল বিষয়, সংগঠনের সুনাম রক্ষার্থে কারণগুলো বলতে পারছি না।’
এ ব্যাপারে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বড় সংগঠন। ফলে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের ছেলে নানা উদ্দেশ্যে ঢুকে পড়ে। ভবিষ্যতেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরে ৩২১ সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে