আজকের পত্রিকা ডেস্ক

কয়েক মাস ধরে চাঁদাবাজি, হুমকি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাজধানীর কড়াইল বস্তির কয়েকশ বাসিন্দা বনানী থানা ঘেরাও করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেন। ওসি তাঁদের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে কড়াইল বস্তির বাসিন্দারা বনানী থানার সামনে জড়ো হন। তাঁরা থানার সামনের ফটকের সামনে অবস্থান নেন। নিরাপত্তার জন্য পুলিশের দৃশ্যমান উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। পরে কয়েকজন বাসিন্দাকে ওসি তাঁর কক্ষে ডাকেন।
বস্তির বাসিন্দা শহিদুল নামে এক তরুণ বলেন, কড়াইল বস্তিতে দুই–তিনটি গ্রুপ প্রতিদিন ধাওয়া পাল্টা ধাওয়া করে। দোকান, বাসাবাড়িতে চাঁদাবাজি করছে। বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট ও ডিশ সংযোগের নিয়ন্ত্রণ নিতে মরিয়া একেকটি পক্ষ। বিভিন্ন ধরনের লোকজন অস্ত্র নিয়ে বস্তিতে প্রবেশ করে, যাদের আগে দেখা যায়নি। পুলিশ তাদের কিছুই করছে না।
থানার সামনে হাকিম নামে এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে কড়াইল বস্তির চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসী আকতার বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ কাউকে ধরছে না। তাই তারা থানায় এসেছেন।
থানায় কড়াইল বস্তির বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। পরে স্থানীয় বিএনপি নেতারা তাঁদের ডেকে কথা বলেন।
এ বিষয়ে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জানান, থানা ঘেরাওয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। গত পরশু রাতে বেলতলা বস্তিতে একটি মারপিটের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মামলাও হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবিতে তাঁরা থানায় এসেছেন। ওসির সঙ্গে কথা বলেছেন।

কয়েক মাস ধরে চাঁদাবাজি, হুমকি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাজধানীর কড়াইল বস্তির কয়েকশ বাসিন্দা বনানী থানা ঘেরাও করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেন। ওসি তাঁদের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে কড়াইল বস্তির বাসিন্দারা বনানী থানার সামনে জড়ো হন। তাঁরা থানার সামনের ফটকের সামনে অবস্থান নেন। নিরাপত্তার জন্য পুলিশের দৃশ্যমান উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। পরে কয়েকজন বাসিন্দাকে ওসি তাঁর কক্ষে ডাকেন।
বস্তির বাসিন্দা শহিদুল নামে এক তরুণ বলেন, কড়াইল বস্তিতে দুই–তিনটি গ্রুপ প্রতিদিন ধাওয়া পাল্টা ধাওয়া করে। দোকান, বাসাবাড়িতে চাঁদাবাজি করছে। বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট ও ডিশ সংযোগের নিয়ন্ত্রণ নিতে মরিয়া একেকটি পক্ষ। বিভিন্ন ধরনের লোকজন অস্ত্র নিয়ে বস্তিতে প্রবেশ করে, যাদের আগে দেখা যায়নি। পুলিশ তাদের কিছুই করছে না।
থানার সামনে হাকিম নামে এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে কড়াইল বস্তির চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসী আকতার বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ কাউকে ধরছে না। তাই তারা থানায় এসেছেন।
থানায় কড়াইল বস্তির বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। পরে স্থানীয় বিএনপি নেতারা তাঁদের ডেকে কথা বলেন।
এ বিষয়ে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জানান, থানা ঘেরাওয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। গত পরশু রাতে বেলতলা বস্তিতে একটি মারপিটের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মামলাও হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবিতে তাঁরা থানায় এসেছেন। ওসির সঙ্গে কথা বলেছেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৪ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৬ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২০ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২২ মিনিট আগে