Ajker Patrika

চাকরির খোঁজে বের হয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৩
চাকরির খোঁজে বের হয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর থেকে শেখ মোহাম্মদ মাহতাব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় নদীর তীর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মাহতাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির বাতানপাড়া এলাকার শেখ মোহাম্মদ হাসান এর ছেলে। 

নিহতের পরিবার জানায়, গতকাল রোববার সন্ধ্যায় চাকরির খোঁজে বাসা থেকে বের হয় মাহতাব। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পড়ালেখা শেষ করে চাকরি খুঁজছিল সে। তাঁর বাবা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করেছিল। কিন্তু বেকার থাকায় খুব বেশি হতাশাগ্রস্ত ছিল মাহতাব। চাকরি না পেয়ে হয়তো মৃত্যুর পথ বেছে নিয়েছে সে। 

এ বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উপপরিদর্শক নুরুল ইসলাম জানান,  ৯৯৯ এ কল পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে ছেলেটি বেকার থাকায় হতাশাগ্রস্ত ছিল বলে পরিবার সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। তবে যেহেতু বিষয়টি সন্দেহজনক তাই তদন্ত করে দেখা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত