Ajker Patrika

গুম-খুন-দুর্নীতি আওয়ামী লীগের রাজনীতি: গয়েশ্বর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪২
গুম-খুন-দুর্নীতি আওয়ামী লীগের রাজনীতি: গয়েশ্বর

গুম-খুন-দুর্নীতি আওয়ামী লীগের রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় পদযাত্রার পর এই সমাবেশের আয়োজন করা হয়। 

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। সেখানে সেই প্রতিনিধি বলেছিলেন,প্রেজেন্টস প্রাইম মিনিস্টার নিড অ্যা কম্ফোর্টেবল এক্সিট। অর্থাৎ প্রধানমন্ত্রী ১৭ সালে আরামদায়ক প্রস্থানের পথ খুঁজছিলেন। তাঁর লোকজনের নিরাপত্তা চাচ্ছেন। আমরা এর কারণ জানতে চাইলে বলেন, আমরা-আপনারা কিছুই জানি না। কেবল তিনিই জানেন তিনি কী করেছেন।’ অর্থাৎ শেখ হাসিনাই জানে নারায়ণগঞ্জের সাত খুন থেকে শুরু করে যত গুম-খুন হয়েছে, সবই তিনি জানেন। লক্ষকোটি টাকা কীভাবে বিদেশে গেছে, কীভাবে শেয়ার মার্কেট লুট হয়েছে, সবই তিনি জানেন। তাঁর আছে তিনটা গুণ—গুম, খুন আর দুর্নীতি। এটাই হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি। এই রাজনীতি করার জন্য দেশের মানুষ যুদ্ধ করেনি। তাঁর একটা পাগল আছে, নাম ওবায়দুল কাদের। আপনারা যদি পদযাত্রাকে ভয় না পান, তাহলে এত হইচই করেন কেন? নীরব পদযাত্রাকে যারা ভয়, তাদের অবস্থা বুঝে নিতে হবে কী হালে আছেন।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘২০১৮ সালে নয়ছয় করে জিতেছেন। ২০১৪ সালে তো ভোটের আগেই ১৫৩ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ফলে বাকি আসনে নির্বাচন হলো কী হলো না—সেটা বিষয় না। ’১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে দিয়েছেন। প্রতিযোগিতায় নামল পুলিশেরা, কে কত ভোট দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ৭০ পার্সেন্টও ভোট পড়েনি। কিন্তু ১৮ সালের নির্বাচনে ১১৭ শতাংশ, ১০২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। মরা মানুষ, প্রবাসী মানুষও ভোট দিয়েছে। মানুষ মশকরা করে বলল—কবর থেকে ভোট দিতে আইল, আমরা দেখতে পারলাম না। শেষ দেখা যদি দেখতাম। এই হচ্ছে আওয়ামী লীগের ভোটের নমুনা। জনগণের সঙ্গে এই ধরনের মশকরা সাংবিধানিক অপরাধ। আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু করতে হলে সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নির্বাচন ঘোষণার পর কখনই পার্লামেন্ট বলবৎ থাকে না। আসন শূন্য না হলে সঠিক নির্বাচন হয় না। এই অবৈধ পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার মতো যোগ্যতা রাখে না। তারা সরকারের ফরমায়েশ পালন করার জন্য এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনকে পদত্যাগ করতে হবে।’ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে নেতা-কর্মীরাসংবিধান সংশোধনের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘আমরা এরশাদ পতনের পর নির্বাচন দেখেছি, যেখানে কোনো দলীয় লোক ছিল না। পরবর্তী সময় শেখ হাসিনা, জামায়াতে ইসলাম ও জাতীয় পার্টি দাবি তুলল দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে না। তারা কেয়ারটেকার সরকারের দাবি তুলল। পার্লামেন্ট শেষ হওয়ার দেড় বছর আগেই পদত্যাগ করল। ফলে তাদের দাবি সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছিল না। এরপরে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু তিনি মাত্র আড়াই মাস সরকারে থাকেন। তিনি পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে স্বেচ্ছায় পায়ে হেঁটে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে দায়িত্ব অর্পণ করেন। যারা আজ অজুহাত দেয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে নেই। সংবিধানে তো আগেও ছিল না। আপনারাই তো নিয়ে আসছেন দাবি তুলে। বলা হয়, গেম প্ল্যান অব শেখ হাসিনা। আপনার চিন্তার ফসলই ছিল তত্ত্বাবধায়ক সরকার। তবে সেই সরকার কেন বাতিল করলেন—এর জবাব আপনাকে দিতে হবে।’ 

নতুন রাষ্ট্রপতি প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা দাবি তুলছি, কেয়ারটেকার সরকারে বিএনপি থেকে কাউকে নিতে হবে না। দেশে অনেক শিক্ষিত এবং নিরপেক্ষ লোক আছে। তাদের নিয়ে সরকার গঠন করে আপনি মাঠে আসেন, নির্বাচন করেন। সেই নির্বাচনে বিএনপিসহ সবাই অংশ নেবে। আপনি সংবিধান পরিবর্তন করেন, আমাদের আর আন্দোলনের দরকার নাই। আমরা যথাসময়ে নির্বাচনে অংশ নেব। যাকে নতুন রাষ্ট্রপতি বানিয়েছেন, তাঁর হাতে দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন, আমরা নির্বাচনে আসব।’ 

প্রধানমন্ত্রীর উদ্দেশে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলতে চাই, বিদ্যুৎ খাতে যত অপকর্ম আছে—সেসব ঢাকতে ইনডেমনিটি বিল পাস করেছেন। অর্থাৎ যা করেছেন সেই বিষয়ে কেউ প্রশ্ন বা মামলা-মোকাদ্দমা করতে পারবে না। এবার আরেকটা বিল পাস করেন যে ক্ষমতা থেকে নামলে আপনাকে ধরাছোঁয়া যাবে না। তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতা থেকে নামেন। খামাখা মানুষকে আর কষ্ট দিয়েন না। আর যদি সেই পথে না হাঁটেন, তাহলে দেশ যেভাবে স্বাধীন হয়েছে, সেভাবেই গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। সেদিন আর কোনো ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে না।’ 

ভারতের আদানি প্রসঙ্গ টেনে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘বিদ্যুৎ খাতে নাকি তিনি ভর্তুকি দিতে পারবেন না। কার টাকা আপনি দেবেন না? শেয়ার মার্কেটের টাকা কই? কুইক রেন্টাল আর ক্যাপাসিটি ট্যাক্স দেন, অথচ বিদ্যুৎ উৎপাদন হয় না। নতুন করে ভারত থেকে বিদ্যুৎ আনবেন, তা-ও ভারত সরকার থেকে না। শেখ হাসিনার যেমন দরবেশ আছে, ভারতের তেমন আদানি আছে। এই আদানির সঙ্গে চুক্তি করেছে, ২৫ বছরে ক্যাপাসিটি ট্যাক্স দেবেন ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। বিদ্যুৎ দিক বা না দিক টাকা দেবে হবে। যেমন এখানে শিকদারেরা করেছে কুইক রেন্টালে। তাদের ট্যাক্স দিয়ে যাওয়া হচ্ছে জনগণের টাকায়। আদানির কথা ভারতীয় পার্লামেন্টেও ঝড় উঠেছে। সেখানে বলা হয়েছে, প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য দ্বিগুণ অর্থ নিচ্ছে। এর মানে যদি ২০০ ডলারে এক টন কয়লা পাওয়া যায়, সেখানে বাংলাদেশকে দিতে হবে ৪০০ ডলার। এটা কি মগের মুল্লুক? দেশের টাকা এভাবেই পাচার হয়। দেশের ব্যবসায়ীরা আজকে স্বস্তিতে নেই। এলসি খুলতে পারছে না। ব্যাংক টাকা দিতে পারে না। ব্যাংকের টাকা এই দুই বোনের কাছে। শেখ হাসিনা ও রেহানার কাছে। এই কথা সবাই জানে। এর জন্য তথ্যপ্রমাণের দরকার নেই। আমরা রাজপথ থেকেই আমরা আমাদের অধিকার আদায় করব।’ 

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সহআন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রলির নিচে চাপা পড়ে শাকিব হাসান (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব ওই ট্রলির হেলপার (চালকের সহকারী) ছিলেন বলে জানা গেছে।

শাকিব হাসান পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খাজেরডাঙা গ্রামের মো. গোফফার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায় নবাবগঞ্জগামী কাঠখড়িবোঝাই একটি পাওয়ার ট্রলি থেকে অসাবধানতাবশত সহযোগী আকস্মিকভাবে পড়ে যান। এ সময় তাঁর ওপর দিয়ে ওই ট্রলির চাকা উঠে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ শাহ জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রুমি আক্তার ও তাঁর নাতনি জান্নাত। ছবি: সংগৃহীত
রুমি আক্তার ও তাঁর নাতনি জান্নাত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে এক নারী ও তাঁর শিশু নাতনির মৃত্যু হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট-সংলগ্ন কাদেরীয়াপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তাঁর নাতনি জান্নাত (৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরীয়াপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি বসতঘরে আটকা পড়েন রুমি আক্তার ও তাঁর নাতনি জান্নাত। সেখানেই আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, পোমরা কাদেরীয়াপাড়া গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫০
বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোলমুক্ত থাকবে। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই টোলপ্লাজা দিয়ে ঢাকা শহরে প্রবেশকারী যানবাহনের কাছ থেকে কোনো টোল আদায় করা হবে না।

নির্ধারিত সময়ের মধ্যে ওই টোলপ্লাজা ব্যবহারকারী যানবাহনগুলো এই সুবিধা পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনা প্রতিনিধি
আহত মোতালেক শিকদার ও গ্রেপ্তার তানিয়া তন্বি। ছবি: সংগৃহীত
আহত মোতালেক শিকদার ও গ্রেপ্তার তানিয়া তন্বি। ছবি: সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪০) গুলি করে হত্যাচেষ্টার মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে সোনাডাঙ্গা মডেল থানা থেকে মামলাটি কেএমপির ডিবিতে হস্তান্তর করা হয়। গত সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর রোডের মুক্তা হাউসের নিচতলায় তানিয়া তন্বির ফ্ল্যাটে মোতালেব শিকদারকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।

এদিকে এই মামলায় একমাত্র গ্রেপ্তার হওয়া এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুগ্ম সদস্যসচিব তানিয়া তন্বি দেড় মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে অন্তঃসত্ত্বা বিষয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে ছয়-সাতজন অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেছেন। এই মামলায় আটক তানিয়া তন্বিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার রাতে তাঁকে নগরীর টুটপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলাটির অধিক তদন্তের জন্য আজ বুধবার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া তানিয়া তন্বি অন্তঃসত্ত্বা থাকার কথা বলেছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। সে কারণে তাঁকে প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব রিপোর্ট পেলে বোঝা যাবে তিনি অন্তঃসত্ত্বা কি না।

কেএমপির এই কর্মকর্তা বলেন, ‘ঘটনার দিন ওই ফ্ল্যাটে এবং আশপাশে মোতালেব শিকদার, তানিয়া তন্বি এবং তাঁর স্বামী তানভীর শেখসহ ১০ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একটি শীর্ষ সন্ত্রাসী সংগঠনের কয়েকজন সদস্যের উপস্থিত থাকার বিষয়ে তথ্য পাচ্ছি। চাঁদাবাজি, মাদক (ইয়াবা) ভাগবাঁটোয়ারার বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। মোতালেব শিকদার, তানিয়া তন্বি এবং তাঁর স্বামী তানভীর শেখ নিয়মিত মাদক সেবন করতেন। মোতালেব শিকদারের ব্যাপারেও আলাদা তদন্ত করে দেখা হচ্ছে।’

কেএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, ‘আহত মোতালেব শিকদারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সোমবার আহত হওয়ার পর সে পুলিশের সঙ্গে কথা বলেছে। কিন্তু এখন সে গুরুতর অসুস্থ হওয়ার ভান করছে। সে পুলিশ দেখলেই বোবা হয়ে যাচ্ছে। ইশারা ও অঙ্গভঙ্গি দিয়ে কথা বলছে। কোনো কথা জিজ্ঞেস করলে কলম দিয়ে আঁকাবাঁকা কী সব খাতায় লিখে দিচ্ছে; আমরা বুঝতে পারছি না। সে সুস্থ হওয়ার পর জ্ঞিাসাবাদ করা হবে।’ তিনি জানান, ঘটনার পর থেকে তন্বির স্বামী তানভীর শেখ পলাতক রয়েছেন। তানভীরসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাব কাজ করছে।

ডিবির ওসি বলেন, বেলা আড়াইটা পর্যন্ত মামলার নথি ডিবি কার্যালয়ে এসে পৌঁছায়নি। মামলার নথি এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রেপ্তার হওয়া তানিয়া তন্বি অন্তঃসত্ত্বার বিষয়টি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত