নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট গত দুদিন ধরে কিছুটা কমে এসেছে। তবে দেশে এখনো বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে পারে বলে কীটতত্ত্ববিদেরা সতর্ক করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমার কথা ছিল। কিন্তু দেশের আবহাওয়া অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ খুব একটা কমবে না বলে মনে হচ্ছে। তিনি বলেন, গত দুদিন ধরে দেশে বৃষ্টিপাত বেড়েছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু আবারও বাড়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫১ জন। এদের মধ্যে ঢাকায় ১০৫ জন এবং বাইরে ৪৬ জন। তবে গত দুদিন ধরে ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৭২ জন। এদের মধ্যে ঢাকায় ১৩০ এবং ঢাকার বাইরে ছিল ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫২৮ জন। এ সময়ে মারা গেছেন ১৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২১ হাজার ৭২৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৪৪ জন। এ সময়ে মারা গেছেন ৮৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট রোগী ভর্তি রয়েছেন ৭৯৮ জন।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২ রোগী ভর্তি হয়েছেন, ঢাকা শিশু হাসপাতালে সাত, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজনসহ মোট ৪৯ জন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গুর দাপট গত দুদিন ধরে কিছুটা কমে এসেছে। তবে দেশে এখনো বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে পারে বলে কীটতত্ত্ববিদেরা সতর্ক করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমার কথা ছিল। কিন্তু দেশের আবহাওয়া অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ খুব একটা কমবে না বলে মনে হচ্ছে। তিনি বলেন, গত দুদিন ধরে দেশে বৃষ্টিপাত বেড়েছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু আবারও বাড়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫১ জন। এদের মধ্যে ঢাকায় ১০৫ জন এবং বাইরে ৪৬ জন। তবে গত দুদিন ধরে ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৭২ জন। এদের মধ্যে ঢাকায় ১৩০ এবং ঢাকার বাইরে ছিল ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫২৮ জন। এ সময়ে মারা গেছেন ১৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২১ হাজার ৭২৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৪৪ জন। এ সময়ে মারা গেছেন ৮৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট রোগী ভর্তি রয়েছেন ৭৯৮ জন।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২ রোগী ভর্তি হয়েছেন, ঢাকা শিশু হাসপাতালে সাত, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজনসহ মোট ৪৯ জন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩২ মিনিট আগে