
সংসারের আর হাল ধরা হলো না পিতৃহারা স্কুলছাত্র আবদুল্লাহের। রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কের কোনাপাড়ায় বেপরোয়া গতির গাড়ি কেড়ে নিল তার প্রাণ। মাথায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় বেপরোয়া গতির ওই অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেন নিহতের মামা শেখ আরিফুল ইসলাম। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত আব্দুল্লাহ পাড়া ডগাইর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ঢাকার নবাবগঞ্জ থানার চরচরিয়া চুড়াইন এলাকার মৃত সেলিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কোনাপাড়া লেকের পাশ দিয়ে এক্সপ্রেস হাইওয়েতে সাইকেল দিয়ে ওঠার সময় বেপরোয়া গতির যান আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
নিহত স্কুলছাত্রের মা লাকি বেগম ও বাদীর বরাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ মাস আগে আবদুল্লাহর বাবার মৃত্যু হয়। মায়ের ইচ্ছে ছিল মা ও এক বোনের সংসারের হাল ধরবে ছেলেটি। সে স্বপ্ন আর পূরণ হলো না মায়ের।’
তিনি বলেন, ‘গত ১৮ জানুয়ারি বিকেলে আল আমিন রোডের ভাড়া বাসা থেকে বাইরে সাইকেল নিয়ে ঘুরতে বের হয় আব্দুল্লাহ। ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোনাপাড়া লেকের পাড় দিয়ে এক্সপ্রেস হাইওয়ের ওপর ওঠার সময় অজ্ঞাতনামা গাড়ির চালক বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়িটি স্টাফ কোয়ার্টার থেকে আসা যাত্রাবাড়ীগামী ছিল।’
ওই গাড়িটি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সংসারের আর হাল ধরা হলো না পিতৃহারা স্কুলছাত্র আবদুল্লাহের। রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কের কোনাপাড়ায় বেপরোয়া গতির গাড়ি কেড়ে নিল তার প্রাণ। মাথায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় বেপরোয়া গতির ওই অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেন নিহতের মামা শেখ আরিফুল ইসলাম। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত আব্দুল্লাহ পাড়া ডগাইর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ঢাকার নবাবগঞ্জ থানার চরচরিয়া চুড়াইন এলাকার মৃত সেলিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কোনাপাড়া লেকের পাশ দিয়ে এক্সপ্রেস হাইওয়েতে সাইকেল দিয়ে ওঠার সময় বেপরোয়া গতির যান আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
নিহত স্কুলছাত্রের মা লাকি বেগম ও বাদীর বরাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ মাস আগে আবদুল্লাহর বাবার মৃত্যু হয়। মায়ের ইচ্ছে ছিল মা ও এক বোনের সংসারের হাল ধরবে ছেলেটি। সে স্বপ্ন আর পূরণ হলো না মায়ের।’
তিনি বলেন, ‘গত ১৮ জানুয়ারি বিকেলে আল আমিন রোডের ভাড়া বাসা থেকে বাইরে সাইকেল নিয়ে ঘুরতে বের হয় আব্দুল্লাহ। ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোনাপাড়া লেকের পাড় দিয়ে এক্সপ্রেস হাইওয়ের ওপর ওঠার সময় অজ্ঞাতনামা গাড়ির চালক বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়িটি স্টাফ কোয়ার্টার থেকে আসা যাত্রাবাড়ীগামী ছিল।’
ওই গাড়িটি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে