টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে টঙ্গীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তরুণীর নাম রিমা আক্তার (২০)। তার বাবার নাম জহির আহমেদ। রিমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাতে টঙ্গীর আউচপাড়া এলাকার জনৈক মোরশেদুর রহমান মিলনের বাড়িতে মাদক বেচাকেনার খবর পায় গোয়েন্দা পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে রিমা আক্তারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা জব্দ করা হয়েছে।
রিমা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে ইয়াবা নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে।
মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় রিমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলা রয়েছে। আজ টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুরে টঙ্গীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তরুণীর নাম রিমা আক্তার (২০)। তার বাবার নাম জহির আহমেদ। রিমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাতে টঙ্গীর আউচপাড়া এলাকার জনৈক মোরশেদুর রহমান মিলনের বাড়িতে মাদক বেচাকেনার খবর পায় গোয়েন্দা পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে রিমা আক্তারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা জব্দ করা হয়েছে।
রিমা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে ইয়াবা নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে।
মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় রিমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলা রয়েছে। আজ টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা
১৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে প্রো-ভিসি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ট্রেজারার পদে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
২১ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেএক্সসারপট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত সাড়ে ১৫ বছর দেশটি খুন, ক্রসফায়ার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ভরে গেছে। দুজন সাবেক আমিরসহ জামায়াতের ১১ জন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ মানুষের ওপর জুলুম করতে পারবে না।
১ ঘণ্টা আগে