নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি প্রতীকী লাশের মিছিল বের করে শিক্ষার্থীরা। এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছে।
আজ রোববার বেলা পৌনে ১টায় শাহবাগ চত্বর থেকে প্রতীকী লাশের মিছিল বের করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের একটি অংশ।
শিক্ষার্থীরা জাতীয় গ্রন্থাগারের দিক থেকে এসে শাহবাগ মোড় থেকে প্রতীকী লাশের কফিন নিয়ে শাহবাগ থানার সামনে দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়।
আন্দোলনরত শিক্ষার্থী ইনজামুল হক বলেন, `আমরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আমরা গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শাহবাগ চত্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছি। এ ছাড়া বৃষ্টি হওয়ার কারণে আজকের কর্মসূচি প্রতীকী লাশের মিছিলের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি।'
এ ছাড়া ঢাকা মহানগরসহ খুলনা, বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সারা দেশে ১৫টির বেশি জেলায় ছাত্রদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।
এর আগে যান চলাচল স্বাভাবিক রাখতে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন পুলিশ সদস্যরা।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে পারবে। কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি প্রতীকী লাশের মিছিল বের করে শিক্ষার্থীরা। এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছে।
আজ রোববার বেলা পৌনে ১টায় শাহবাগ চত্বর থেকে প্রতীকী লাশের মিছিল বের করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের একটি অংশ।
শিক্ষার্থীরা জাতীয় গ্রন্থাগারের দিক থেকে এসে শাহবাগ মোড় থেকে প্রতীকী লাশের কফিন নিয়ে শাহবাগ থানার সামনে দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়।
আন্দোলনরত শিক্ষার্থী ইনজামুল হক বলেন, `আমরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আমরা গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শাহবাগ চত্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছি। এ ছাড়া বৃষ্টি হওয়ার কারণে আজকের কর্মসূচি প্রতীকী লাশের মিছিলের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি।'
এ ছাড়া ঢাকা মহানগরসহ খুলনা, বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সারা দেশে ১৫টির বেশি জেলায় ছাত্রদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।
এর আগে যান চলাচল স্বাভাবিক রাখতে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন পুলিশ সদস্যরা।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে পারবে। কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
১ ঘণ্টা আগে
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে ১০ জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, কমিটির গঠনপ্রক্রিয়া ও কার্যক্রমে অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে
সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৮ ঘণ্টা আগে