নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চাঁদা না পেয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে কোপানোর অভিযোগে অস্ত্র ও চাপাতিসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ফাহিম আহম্মেদ প্রকাশ ওরফে চাপাতি ফাহিম (২৬)।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফাহিম। কিছুদিন আগেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেন। এই অভিযোগে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘোরে বলে সে চাপাতি ফাহিম নামেই পরিচিত।’
মোহাম্মদ মহসীন জানান, মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন ফাহিম। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পান। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন। কয়েক দিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট অ্যান্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করেন। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। গতকাল সকালে আবারও ওই দোকানে যন ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যান। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাঁর বাসা থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাঁর ছুরিকাঘাতে পুলিশের এসআই সোহেল রানা আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী তানভীরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চাঁদা না পেয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে কোপানোর অভিযোগে অস্ত্র ও চাপাতিসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ফাহিম আহম্মেদ প্রকাশ ওরফে চাপাতি ফাহিম (২৬)।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফাহিম। কিছুদিন আগেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেন। এই অভিযোগে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘোরে বলে সে চাপাতি ফাহিম নামেই পরিচিত।’
মোহাম্মদ মহসীন জানান, মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন ফাহিম। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পান। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন। কয়েক দিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট অ্যান্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করেন। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। গতকাল সকালে আবারও ওই দোকানে যন ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যান। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাঁর বাসা থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাঁর ছুরিকাঘাতে পুলিশের এসআই সোহেল রানা আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী তানভীরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।

কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে
৭ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে