নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চাঁদা না পেয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে কোপানোর অভিযোগে অস্ত্র ও চাপাতিসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ফাহিম আহম্মেদ প্রকাশ ওরফে চাপাতি ফাহিম (২৬)।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফাহিম। কিছুদিন আগেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেন। এই অভিযোগে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘোরে বলে সে চাপাতি ফাহিম নামেই পরিচিত।’
মোহাম্মদ মহসীন জানান, মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন ফাহিম। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পান। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন। কয়েক দিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট অ্যান্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করেন। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। গতকাল সকালে আবারও ওই দোকানে যন ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যান। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাঁর বাসা থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাঁর ছুরিকাঘাতে পুলিশের এসআই সোহেল রানা আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী তানভীরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চাঁদা না পেয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে কোপানোর অভিযোগে অস্ত্র ও চাপাতিসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ফাহিম আহম্মেদ প্রকাশ ওরফে চাপাতি ফাহিম (২৬)।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফাহিম। কিছুদিন আগেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেন। এই অভিযোগে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘোরে বলে সে চাপাতি ফাহিম নামেই পরিচিত।’
মোহাম্মদ মহসীন জানান, মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন ফাহিম। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পান। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন। কয়েক দিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট অ্যান্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করেন। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। গতকাল সকালে আবারও ওই দোকানে যন ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যান। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাঁর বাসা থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাঁর ছুরিকাঘাতে পুলিশের এসআই সোহেল রানা আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী তানভীরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৮ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৮ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৪ মিনিট আগে