টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকার শাহবাগে সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ভুঞাপুর বাসস্ট্যান্ড থেকে ১৩ জন এবং সাভার থেকে জামালপুর যাওয়ার সময় মধুপুরে একটি বাসে থাকা ৪০ জনকে আটক করা হয়েছে। তবে কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় সন্ধ্যার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভূঞাপুরে আটকৃতরা হলেন—জেলার গোপালপুর উপজেলার নারচি গ্রামের দানেজ আলীর ছেলে আব্দুর রশিদ, একই উপজেলার বনমালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে জয়নাল হোসেন ও আইয়ুব আলীর স্ত্রী নাজমা বেগম, শিমলাপাড়া গ্রামের খলিলুর রহসানের স্ত্রী শিল্পী, গোপালপুরের আব্দুল কাদেরের স্ত্রী সামীরন, নারচি গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী হাফিজা, ভুঞাপুর উপজেলার চর ভরুয়া গ্রামের বসা শেখের ছেলে মহির উদ্দিন ও আব্দুস সামাদ, একই গ্রামের জামালের ছেলে খায়রুল, মজু মিয়ার ছেলে সাগর, মৃত চান মিঞার ছেলে মোতালেব, মৃত মিনহাজ মিয়ার ছেলে ঠান্ডু ও জুয়েল মিয়ার স্ত্রী রহিমা বেগম।
পুলিশ জানিয়েছে, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে ঢাকার সমাবেশে যাচ্ছিলেন। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস।
এর আগে রোববার রাতে দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও লিফলেট পাওয়া যায়।
এদিকে বিকেলে জেলার মধুপুরে একটি বাস থেকে নারী ও পুরুষসহ ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা ভোরে জামালপুর থেকে ওই বাসে ঢাকায় সমাবেশে যোগদান করার জন্য গিয়েছিলেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, ওই বাসে থাকা ৪০ জন ভোরে জামালপুর থেকে ঢাকায় সমাবেশের জন্য রওনা হয়েছিল। তাদেরকে শফিকুল ইসলাম নামের এক লোক সংগঠিত করে এক লাখ টাকা দিবে বলেছিল। তারা সাভারের নবীনগরে যাওয়ার পর শফিকুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বারবার চেষ্টা করেও শফিকুলের মোবাইল নম্বর বন্ধ পেয়ে তারা ঢাকায় না গিয়ে ফিরে আসে।
মধুপুরে পৌঁছালে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক ব্যক্তিরা একেবারেই নিরীহ মানুষ। তারা ঋণের লোভে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়েছিল। তাদের কোনো ধরনের অপকর্মের সম্পৃক্ততা না পাওয়ায় সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকার শাহবাগে সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ভুঞাপুর বাসস্ট্যান্ড থেকে ১৩ জন এবং সাভার থেকে জামালপুর যাওয়ার সময় মধুপুরে একটি বাসে থাকা ৪০ জনকে আটক করা হয়েছে। তবে কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় সন্ধ্যার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভূঞাপুরে আটকৃতরা হলেন—জেলার গোপালপুর উপজেলার নারচি গ্রামের দানেজ আলীর ছেলে আব্দুর রশিদ, একই উপজেলার বনমালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে জয়নাল হোসেন ও আইয়ুব আলীর স্ত্রী নাজমা বেগম, শিমলাপাড়া গ্রামের খলিলুর রহসানের স্ত্রী শিল্পী, গোপালপুরের আব্দুল কাদেরের স্ত্রী সামীরন, নারচি গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী হাফিজা, ভুঞাপুর উপজেলার চর ভরুয়া গ্রামের বসা শেখের ছেলে মহির উদ্দিন ও আব্দুস সামাদ, একই গ্রামের জামালের ছেলে খায়রুল, মজু মিয়ার ছেলে সাগর, মৃত চান মিঞার ছেলে মোতালেব, মৃত মিনহাজ মিয়ার ছেলে ঠান্ডু ও জুয়েল মিয়ার স্ত্রী রহিমা বেগম।
পুলিশ জানিয়েছে, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে ঢাকার সমাবেশে যাচ্ছিলেন। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস।
এর আগে রোববার রাতে দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও লিফলেট পাওয়া যায়।
এদিকে বিকেলে জেলার মধুপুরে একটি বাস থেকে নারী ও পুরুষসহ ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা ভোরে জামালপুর থেকে ওই বাসে ঢাকায় সমাবেশে যোগদান করার জন্য গিয়েছিলেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, ওই বাসে থাকা ৪০ জন ভোরে জামালপুর থেকে ঢাকায় সমাবেশের জন্য রওনা হয়েছিল। তাদেরকে শফিকুল ইসলাম নামের এক লোক সংগঠিত করে এক লাখ টাকা দিবে বলেছিল। তারা সাভারের নবীনগরে যাওয়ার পর শফিকুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বারবার চেষ্টা করেও শফিকুলের মোবাইল নম্বর বন্ধ পেয়ে তারা ঢাকায় না গিয়ে ফিরে আসে।
মধুপুরে পৌঁছালে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক ব্যক্তিরা একেবারেই নিরীহ মানুষ। তারা ঋণের লোভে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়েছিল। তাদের কোনো ধরনের অপকর্মের সম্পৃক্ততা না পাওয়ায় সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৬ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে