Ajker Patrika

আশুলিয়ায় র‍্যাবের হাতে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৪: ৪৮
আশুলিয়ায় র‍্যাবের হাতে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা

আধিপত্য বিস্তার, মাদক সেবন ও পুরোনো আক্রোশের জেরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় কাইচ্চাবাড়ী কিশোর গ্যাং ও গোচারটেক ভাই-ব্রাদার কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। ভাই-ব্রাদার গ্যাংয়ের মেহেদিকে বাঁচাতে গিয়ে নির্মমভাবে খুন হন লিখন (১৮)। এরপর কাইচ্চাবাড়ী গ্যাংয়ের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় গা ঢাকা দেন। একপর্যায়ে তাঁদের টাকা ফুরিয়ে গেলে আবার আশুলিয়ায় আসেন টাকা সংগ্রহের জন্য। এ সময় র‍্যাব-৪-এর সদস্যদের হাতে তাঁরা আটক হন।

গ্রেপ্তার করা কাইচ্চাবাড়ী কিশোর গ্যাংয়ের মূল নেতা রনিসহ (১৯) অন্য সদস্যরা হলেন রাকিব (১৮), জিলানী (১৮) ও সোহাগ (১৯)। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক। 

গত ৪ জুলাই আশুলিয়ার পলাশবাড়ীর ইস্টার্ন হাউজিংয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হন সিরাজগঞ্জের আব্দুল মজিদের ছেলে লিখন। তিনি পলাশবাড়ী এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। আহত অবস্থায় লিখনকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৫ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন লিখনের চাচা শরিফুল ইসলাম বাবু। মামলায় রনিসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

আশুলিয়া এলাকায় এ দুটি গ্যাং ছাড়াও আরও কয়েকটি কিশোর গ্যাং আছে বলে জানান র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক। তিনি বলেন, এই এলাকায় এখন পর্যন্ত বিভিন্ন গ্যাংয়ের অন্তত ৫০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে গ্রেপ্তার করা হবে। আধিপত্য বিস্তার, মাদক সেবন ও পুরোনো আক্রোশের জেরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় কাইচ্চাবাড়ী কিশোর গ্যাং ও গোচারটেক ভাই-ব্রাদার কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। ভাই-ব্রাদার গ্যাংয়ের মেহেদিকে বাঁচাতে গিয়ে নির্মমভাবে খুন হন লিখন (১৮)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত