নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. সাইদুর রহমান (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, ‘নুসরাত কামাল নামে প্রতারণার শিকার এক নারী অভিযোগ করে জানান, গত ১০ ফেব্রুয়ারি সাবিনা আক্তার নামে একজন প্রতারক ভাইবার অ্যাপের মাধ্যমে তাকে ফোন করে ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকরির লোভনের প্রস্তাব দেয়। এরপর তাঁর মোবাইলে এসএমএস আসে ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া এবং অ্যাকাউন্টে দুই হাজার টাকা পাঠানো হয়েছে। এই টাকা তুলতে প্রথমে সিকিউরিটি মানি ও ট্যাক্সের সার্ভিস চার্জ বাবদ ৩ হাজার টাকা দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘চাকরির প্রস্তাবে রাজি হলে বিশ্বাস অর্জনের জন্য অনলাইনে কিছু কাজ করতে দেন। এরপর সার্ভিস চার্জ বাবদ প্রতারকের দেওয়া বিকাশ নম্বরে ৪ হাজার টাকা পাঠান। পরদিন প্রতারকেরা নুসরাতকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে এবং আরও বেশি টাকার কাজের জন্য সিকিউরিটি মানি বাবদ টাকা দিতে বলেন। “যত বেশি বিনিয়োগ-তত বেশি লাভ”এমন প্রস্তাবে তাদের বিকাশ নম্বরে এবং ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ ৬৫ হাজার ৭৬ টাকা পাঠায়। পরে প্রতারকেরা আরও টাকা চাইলে সন্দেহ হয়। এতে টাকা দিতে অস্বীকৃতি জানালে নুসরাতকে টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে দেয় তারা।’
এটিইউ কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, ‘তিনি এই ঘটনায় গেণ্ডারিয়া থানায় নুসরাত কামালের অভিযোগের পর এর সঙ্গে জড়িত সাইদুরকে শনাক্ত করে এটিইউ। এরপর মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. সাইদুর রহমান (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, ‘নুসরাত কামাল নামে প্রতারণার শিকার এক নারী অভিযোগ করে জানান, গত ১০ ফেব্রুয়ারি সাবিনা আক্তার নামে একজন প্রতারক ভাইবার অ্যাপের মাধ্যমে তাকে ফোন করে ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকরির লোভনের প্রস্তাব দেয়। এরপর তাঁর মোবাইলে এসএমএস আসে ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া এবং অ্যাকাউন্টে দুই হাজার টাকা পাঠানো হয়েছে। এই টাকা তুলতে প্রথমে সিকিউরিটি মানি ও ট্যাক্সের সার্ভিস চার্জ বাবদ ৩ হাজার টাকা দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘চাকরির প্রস্তাবে রাজি হলে বিশ্বাস অর্জনের জন্য অনলাইনে কিছু কাজ করতে দেন। এরপর সার্ভিস চার্জ বাবদ প্রতারকের দেওয়া বিকাশ নম্বরে ৪ হাজার টাকা পাঠান। পরদিন প্রতারকেরা নুসরাতকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে এবং আরও বেশি টাকার কাজের জন্য সিকিউরিটি মানি বাবদ টাকা দিতে বলেন। “যত বেশি বিনিয়োগ-তত বেশি লাভ”এমন প্রস্তাবে তাদের বিকাশ নম্বরে এবং ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ ৬৫ হাজার ৭৬ টাকা পাঠায়। পরে প্রতারকেরা আরও টাকা চাইলে সন্দেহ হয়। এতে টাকা দিতে অস্বীকৃতি জানালে নুসরাতকে টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে দেয় তারা।’
এটিইউ কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, ‘তিনি এই ঘটনায় গেণ্ডারিয়া থানায় নুসরাত কামালের অভিযোগের পর এর সঙ্গে জড়িত সাইদুরকে শনাক্ত করে এটিইউ। এরপর মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে