নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের আগে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এ হামলা বাড়ছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন শাহরিয়ার কবির। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘আন্তধর্মীয় সংলাপ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
শাহরিয়ার কবির বলেন, নির্বাচনের সময় দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ব্যাপক নির্যাতন করা হয় ৷ বিশেষ করে ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর তাদের ওপর নির্যাতন খুব বেড়ে যায় ৷ এবারও আমরা দেখছি যে, নির্বাচনের আগে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। সরকার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাচ্ছে। আমরা আশঙ্কা করছি যেভাবে গত কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে, নির্বাচনকে সামনে রেখে সেটা আরও বাড়বে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা এ ধরনের ঘটনা দেখতে চাই না।
এবারের পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে শাহরিয়ার বলেন, এবারের পূজায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেভাবে কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা হামলার ঘটনাও ঘটেনি। কিন্তু লালমনিরহাটের আনসার বাহিনীর সদস্যের সঙ্গে ঘটা একটি ঘটনা আমাদের মর্মাহত করেছে ৷ রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে ওই আনসার সদস্য কর্তব্য পালন করছিল। কিন্তু স্থানীয় মৌলবাদী জনগণ যেভাবে তাঁর পরিবারের সঙ্গে ব্যবহার করেছে তা আমাদের স্তম্ভিত করেছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে মামুনুল হকের দেওয়া বক্তব্যের ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদনের বিরোধিতা করে শাহরিয়ার কবির বলেন, চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে এখানেতো পুলিশ রাখার কোনো দরকার নেই। হেফাজতের নেতা-কর্মীদের পুলিশের দায়িত্ব দিয়ে দিলেইতো হয় ৷ হেফাজতের দায়িত্ব এখন পুলিশ নিয়েছে কিনা। হেফাজত-বিএনপির ভাষায় যে পুলিশ কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দেয় তার সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে ৷

নির্বাচনের আগে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এ হামলা বাড়ছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন শাহরিয়ার কবির। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘আন্তধর্মীয় সংলাপ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
শাহরিয়ার কবির বলেন, নির্বাচনের সময় দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ব্যাপক নির্যাতন করা হয় ৷ বিশেষ করে ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর তাদের ওপর নির্যাতন খুব বেড়ে যায় ৷ এবারও আমরা দেখছি যে, নির্বাচনের আগে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। সরকার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাচ্ছে। আমরা আশঙ্কা করছি যেভাবে গত কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে, নির্বাচনকে সামনে রেখে সেটা আরও বাড়বে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা এ ধরনের ঘটনা দেখতে চাই না।
এবারের পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে শাহরিয়ার বলেন, এবারের পূজায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেভাবে কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা হামলার ঘটনাও ঘটেনি। কিন্তু লালমনিরহাটের আনসার বাহিনীর সদস্যের সঙ্গে ঘটা একটি ঘটনা আমাদের মর্মাহত করেছে ৷ রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে ওই আনসার সদস্য কর্তব্য পালন করছিল। কিন্তু স্থানীয় মৌলবাদী জনগণ যেভাবে তাঁর পরিবারের সঙ্গে ব্যবহার করেছে তা আমাদের স্তম্ভিত করেছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে মামুনুল হকের দেওয়া বক্তব্যের ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদনের বিরোধিতা করে শাহরিয়ার কবির বলেন, চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে এখানেতো পুলিশ রাখার কোনো দরকার নেই। হেফাজতের নেতা-কর্মীদের পুলিশের দায়িত্ব দিয়ে দিলেইতো হয় ৷ হেফাজতের দায়িত্ব এখন পুলিশ নিয়েছে কিনা। হেফাজত-বিএনপির ভাষায় যে পুলিশ কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দেয় তার সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে ৷

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
৩৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে