Ajker Patrika

আশুলিয়ার ৫০ কারখানা বন্ধ ঘোষণা, শনিবার বিক্ষোভের আশঙ্কা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২২: ২৫
আশুলিয়ার ৫০ কারখানা বন্ধ ঘোষণা, শনিবার বিক্ষোভের আশঙ্কা

মজুরি বৃদ্ধির দাবিতে টানা চার দিন ধরে চলা আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকদের অসন্তোষ পরিস্থিতি আজ অনেকটাই ছিল নিরুত্তাপ। তবে এর মধ্যেও দুটি কারখানায় ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। প্রাথমিকভাবে জানা গেছে, আশুলিয়ার প্রায় ৫০টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়। আগামীকাল শুক্রবার বেশির ভাগ কারখানাই ছুটি থাকলেও শনিবার আবারও বিক্ষোভের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করার চেষ্টা করলেও পুলিশি বাধার মুখে তারা সড়ক অবরোধ করতে পারেনি। তবে দুটি কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার প্রায় ৫০টি কারখানায় ছুটি চলছে। আশুলিয়ার জামগড়া ও কাঠগড়া এলাকার ৬টি কারখানার শ্রমিকেরা সকালে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভের চেষ্টা করেছিল। পুলিশের অবস্থানের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, আজ ৫০টি কারখানায় ছুটি ছিল। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এমনিতেই সব কারখানা ছুটি থাকবে। আমরা আশা করছি শনিবার থেকে সব কারখানা পুরো দমে কাজ শুরু করতে পারবে।

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুর বারী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ধউর বেড়িবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুপাশের সকল কারখানা বন্ধ ছিল। তবে মূল সড়ক থেকে ভেতরের দিকের কারখানাগুলো চালু ছিল। এখানকার পরিবেশ আজ শান্ত ছিল। তবে কাঠগড়া এলাকায় ২টি কারখানায় ভাঙচুর হয়েছে। আগামীকাল শুক্রবার ছুটির দিন বেশির ভাগ কারখানাই বন্ধ থাকবে, দুই-একটা কারখানা খোলাও থাকতে পারে। তবে শনিবার আমরা আশঙ্কা করছি, খারাপ কিছু হলেও হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত