ঢাবি প্রতিনিধি

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
মামলায় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহসভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার এবং মাহফুজুরকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘আসামিরা লাঠি, হকিস্টিক ও রড নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমি (নাজিম), মাহবুব খান, কাজী ইব্রাহিম, আরিফ শাহরিয়ারকে মারপিট করে। আসামি আকতার, আকরাম ও মাহফুজ তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করলে আমার ডান চোখের ওপরে গুরুতর জখম হয়। আহত হওয়ার পরে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে সেখানেও অতর্কিতভাবে আসামিরাসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জন একসঙ্গে হামলা চালায়। আমাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা করে তারা।’
হামলার ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। পরে আহতদের মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানেও হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা বলেন, ‘নাজিম উদ্দীন নামে এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের ওপর হামলা করা হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় বর্তমানে ছাত্র অধিকার পরিষদের ২০ জন নেতা-কর্মী আটক রয়েছে।’

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
মামলায় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহসভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার এবং মাহফুজুরকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘আসামিরা লাঠি, হকিস্টিক ও রড নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমি (নাজিম), মাহবুব খান, কাজী ইব্রাহিম, আরিফ শাহরিয়ারকে মারপিট করে। আসামি আকতার, আকরাম ও মাহফুজ তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করলে আমার ডান চোখের ওপরে গুরুতর জখম হয়। আহত হওয়ার পরে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে সেখানেও অতর্কিতভাবে আসামিরাসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জন একসঙ্গে হামলা চালায়। আমাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা করে তারা।’
হামলার ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। পরে আহতদের মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানেও হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা বলেন, ‘নাজিম উদ্দীন নামে এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের ওপর হামলা করা হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় বর্তমানে ছাত্র অধিকার পরিষদের ২০ জন নেতা-কর্মী আটক রয়েছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে