নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রমজান মিয়া জীবন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।
বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে, এদিন মামলার মূল নথি আদালতে না থাকায় বিচারক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী থেকে রাউফুল আলম খান ওরফে শুভকে আটক করে পুলিশ। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মো. রমজান মিয়া জীবন ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। এরপর ৬৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৯ অক্টোবর তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত রমজান মিয়ার বাবা মো. জামাল উদ্দীন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রমজান মিয়া জীবন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।
বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে, এদিন মামলার মূল নথি আদালতে না থাকায় বিচারক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী থেকে রাউফুল আলম খান ওরফে শুভকে আটক করে পুলিশ। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মো. রমজান মিয়া জীবন ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। এরপর ৬৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৯ অক্টোবর তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত রমজান মিয়ার বাবা মো. জামাল উদ্দীন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
১৩ মিনিট আগেরাজশাহী নগরে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিমন ঘোষ তুফান (২৪)। তিনি নগরের সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে।
১৫ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ খান (৫৪) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছে। তারা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে