Ajker Patrika

শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় হামলা: সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের শাস্তি দাবি

শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় হামলা: সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের শাস্তি দাবি

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় গভীর রাতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ তুলে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নির্মাণাধীন সেই কারখানায় সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এই দাবি করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বুধবার গভীর রাতে এইচ এস কে বিডি নামের নির্মাণাধীন ওই কারখানায় দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা-ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা কারখানার কয়েকজন কর্মচারীকে মারধর ও কারখানায় লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়। কারখানার পক্ষ থেকে দাবি করা হয়, তাতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে কারখানার ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘গতকাল বুধবার গভীর রাতে চিহ্নিত সন্ত্রাসী আসাদুজ্জামান মানিক (৪৫) দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সন্ত্রাসীরা কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়।’

জিল্লুর রহমান আরও বলেন, ‘সন্ত্রাসীরা এ সময় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আজহারুল ইসলামকে ব্যাপক মারধর করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ২০২২ সালে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী মানিক।’

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় কারখানায় দুই শতাধিক বহিরাগত ছিল। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত