Ajker Patrika

খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে সিটিজেনস রাইটস মুভমেন্টের ৬ দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৪, ১৭: ০০
খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে সিটিজেনস রাইটস মুভমেন্টের ৬ দাবি 

জীবন রক্ষাকারী ওষুধসহ খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনার লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালু এবং রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে তৃষ্ণার্ত পথচারীদের জন্য ঢাকা ওয়াসার মাধ্যমে গণ-পথকল স্থাপনসহ ছয় দফা দাবি তুলেছে সিটিজেনস রাইটস মুভমেন্টের। 

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এসব দাবি তোলেন সংগঠনটির মহাসচিব তুসার রেহমান। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে জীবন রক্ষাকারী ওষুধসহ নিত্যব্যবহার্য খাদ্যপণ্য এবং কিছু নির্মাণসামগ্রীর ক্ষেত্রে নকল-ভেজাল দ্রব্যের সন্ধান ও আলামত লক্ষ করা যাচ্ছে। তবে এ কথাও সত্য যে দেশে আন্তর্জাতিক মানের জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী তৈরি এবং যা বিদেশেও রপ্তানি হচ্ছে। একইভাবে নিত্যব্যবহার্য খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে, যা গুণগতমানের দিক থেকে বিদেশে উৎপাদিত মানসম্মত পণ্যের ন্যায়, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে একইভাবে বিদেশে রপ্তানি হচ্ছে। এতত্সত্ত্বেও দেশে তথাকথিত কিছু ভুঁইফোড় কোম্পানি ও একশ্রেণির অতিলোভী, অসাধু গোষ্ঠী এবং স্বাধীনতাবিরোধী একটি চক্র সরকারকে বিতর্কিত ও জনগণের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নকল-ভেজাল পণ্যাদি উৎপাদন, বাজারজাতসহ বিক্রি করছে—যা মাঝে মাঝে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরাও পড়ছে।’

এসব নকল-ভেজাল পণ্য সেবনের ফলে শিশুস্বাস্থ্যসহ গর্ভবর্তী নারী, রোগী, বয়স্ক মানুষসহ গণমানুষের স্বাস্থ্যঝুঁকি পর্যায়ে বাড়ছে। এর ফলে দুরারোগ্য রোগব্যাধি ও নানা প্রকার রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। এ ধরনের বিপদ থেকে বাঁচতে তিনি ছয় দফা দাবি জানান ৷ দাবিগুলো হলো—

১. জীবন রক্ষাকারী ওষুধসহ নিরাপদ খাদ্যদ্রব্য ও মানসম্পন্ন নির্মাণসামগ্রীর নামে যাতে কোনো অসাধু চক্র নকল-ভেজাল পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করতে না পারে সে জন্য ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত চালু। 

২. রাজধানী ঢাকাসহ সারা দেশের সব হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন এবং তা গ্রাহকদের মাঝে ন্যায্যমূল্যে সরবরাহ বা বিক্রির নিশ্চয়তা। 

৩. সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব ও পুলিশ, বিএসটিআই, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, ভোক্তা-অধিকার পরিষদ এবং উচ্চ আদালতের আইনজীবী প্রতিনিধি সমন্বয়ে নকল-ভেজাল প্রতিরোধে একটি শক্তিশালী ও কার্যকর টাস্কফোর্স গঠন। 

৪. মাছ, মাংস, মুরগিসহ কাঁচাবাজারকেন্দ্রিক বিভিন্ন পণ্যের সঠিক ওজন ও পরিমাপ এবং নকল-ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত পণ্যাদি চিহ্নিতকরণসহ দেশবাসীর নিত্যব্যবহার্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং উচ্চ আদালতের আইনজীবী প্রতিনিধি সমন্বয়ে বাজার মনিটরিং সেল গঠনপূর্বক নিয়মিত তাদের কার্যক্রম চালু রাখা। 

৫. জীবন রক্ষাকারী ওষুধসহ নিত্যব্যবহার্য খাদ্যপণ্য ও মানসম্পন্ন নির্মাণসামগ্রীর ছলে অস্বাস্থ্যকর ও নকল-ভেজাল পণ্যাদি উৎপাদন প্রক্রিয়ায় জড়িতদের বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লক্ষ্যে মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করা। 

৬. দেশে উত্তপ্ত তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ওয়াসা কর্তৃক তৃষ্ণার্ত পথচারীদের পানীয় জল প্রাপ্তির লক্ষ্যে সড়কের পার্শ্বে, স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যস্ততম বাসস্ট্যান্ড, রেলওয়ে জংশনসহ জনবহুল এলাকা এবং আদালতসমূহে বিচারপ্রার্থীদের সুপেয় পানি পানের লক্ষ্যে গণ-পথকল (ট্যাপ) স্থাপন করা। 

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য দেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার ৷ আমদানি করা খাদ্যপণ্যেও ভেজাল থাকে এবং সেগুলো ব্যবহারের আগে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমেরিকার এফবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে ভারতের ৫২৭টি পণ্যে ক্যানসারের উপাদান পাওয়া গেছে। অতএব, ভারতের পণ্য আমাদের দেশে আসছে বলেই আমরা খাব, তেমন কোনো উপায় নাই। কাজেই আপনাদের সচেতন হতে বিনীতভাবে অনুরোধ করি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মেজর (অব.) হামিদুল হাসান তারেক বীর বিক্রম, ড্রিম ভয়েজের সুমনসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ০৯
হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দুপুরের দিকে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। অবরোধকারীরা হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন।

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
এই বাসের সঙ্গেই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা
এই বাসের সঙ্গেই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ব্রিশনাল মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী পাভেল এন্টারপ্রাইজ বাসের সঙ্গে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম অভিমুখে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী জাহাঙ্গীর আলম তপু (৩০) গুরুতর আহত হন। তপু ফারুকের বন্ধু। তপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। আহত তপুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জ, প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ০০
ডুবে যাওয়া বাল্কহেড। ছবি: আজকের পত্রিকা
ডুবে যাওয়া বাল্কহেড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডের দুজন স্টাফ নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ দুজন হচ্ছেন, পটুয়াখালী জেলার জহিরুল (২৫) ও ঝালকাঠি জেলার হাসান (২০)।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী সুন্দরবন ১৬ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙর করে রাখা বাল্কহেড এম বি কাসফা সাহানাকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। ভেতরে থাকা পাঁচজন স্টাফের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের ধারণা ভেতরেই আটকে আছেন দুজন। তবে দুপুর পর্যন্ত তাঁদের পাওয়া যায়নি।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ঘন কুয়াশায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান আছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘নিখোঁজ দুজন স্টাফ যেই কক্ষে ঘুমিয়ে ছিলেন, সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। তীব্র ঠান্ডার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে আমাদের উদ্ধার অভিযান চলমান আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  
জব্দ করা ঘোড়ার মাংস। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা ঘোড়ার মাংস। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় মাংস পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের জরিমানা করেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

ইউএনও মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়া জেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুলকে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাংস পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালক মো. তারকাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে বিআরটিএর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজীপুর থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত