সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘ইতিমধ্যে অনেক নেতা তদবিরে ব্যস্ত হয়েছেন। থানা, ইউএনও অফিস, এসি ল্যান্ড অফিস ও ঢাকায় তাঁরা তদবিরে ব্যস্ত হয়ে গেছেন। আমি তাঁদের সাবধান করছি, হুঁশিয়ার করছি, যারা তদবির করতে চান, আমার কাছে আসবেন। তবে আপনাদের পদ-পদবি আমার কাছে জমা দিয়ে তদবির করতে আসবেন, দেখব কতটুকু পারেন।’
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ডাকবাংলো মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন।
নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দলের প্রবীণ এই নেতা বলেন, ‘পদে থেকে আগামী নির্বাচন পর্যন্ত একটি নেতাও তদবিরে যেতে পারবেন না, কোথাও না। আমি যেন না শুনি, কোনো নেতা থানায় তদবিরে গেছেন। আমি ওসি সাহেবকে বলে যাব, কোনো নেতা থানায় তদবিরে আসবে না। যাঁরা তদবির ও সালিস করবেন, তাঁদের আমি দল থেকে বের করে দেব, প্রয়োজনে পুলিশে দেব।’
আহমেদ আযম খান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচন হবে অত্যন্ত কঠিন। শুধু ঘরে বসে থাকলে হবে না, প্রতিদিন দলের নেতা-কর্মীদের কমপক্ষে ১০ জন ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষের মরণফাঁদ আটিয়া বন অধ্যাদেশ বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।’
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর হাশেম প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘ইতিমধ্যে অনেক নেতা তদবিরে ব্যস্ত হয়েছেন। থানা, ইউএনও অফিস, এসি ল্যান্ড অফিস ও ঢাকায় তাঁরা তদবিরে ব্যস্ত হয়ে গেছেন। আমি তাঁদের সাবধান করছি, হুঁশিয়ার করছি, যারা তদবির করতে চান, আমার কাছে আসবেন। তবে আপনাদের পদ-পদবি আমার কাছে জমা দিয়ে তদবির করতে আসবেন, দেখব কতটুকু পারেন।’
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ডাকবাংলো মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন।
নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দলের প্রবীণ এই নেতা বলেন, ‘পদে থেকে আগামী নির্বাচন পর্যন্ত একটি নেতাও তদবিরে যেতে পারবেন না, কোথাও না। আমি যেন না শুনি, কোনো নেতা থানায় তদবিরে গেছেন। আমি ওসি সাহেবকে বলে যাব, কোনো নেতা থানায় তদবিরে আসবে না। যাঁরা তদবির ও সালিস করবেন, তাঁদের আমি দল থেকে বের করে দেব, প্রয়োজনে পুলিশে দেব।’
আহমেদ আযম খান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচন হবে অত্যন্ত কঠিন। শুধু ঘরে বসে থাকলে হবে না, প্রতিদিন দলের নেতা-কর্মীদের কমপক্ষে ১০ জন ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষের মরণফাঁদ আটিয়া বন অধ্যাদেশ বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।’
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর হাশেম প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে