নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হওয়া মামলায় ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত ১২ জুলাই থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
এ ছাড়া পাবনার সাঁথিয়ায় নতুন করে ১৮ এবং কুমিল্লায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা ও পাবনায় গ্রেপ্তার ২১
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পাবনার সাঁথিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে হওয়া মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
খুলনায় ১১ জন কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে খুলনায় আটকদের মধ্যে ১১ জনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ও পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার গভীর রাতে এসআই হাসানুর রশিদ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোনাডাঙ্গা থানায় হওয়া অপর একটি মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাতক্ষীরায় রিমান্ডে ৬ জন
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে দুই দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা সদর থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক ব্রজকিশোর পাল বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মোল্লা মো. আব্দুস সেলিম। বিচারক ১৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি]

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হওয়া মামলায় ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত ১২ জুলাই থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
এ ছাড়া পাবনার সাঁথিয়ায় নতুন করে ১৮ এবং কুমিল্লায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা ও পাবনায় গ্রেপ্তার ২১
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পাবনার সাঁথিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে হওয়া মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
খুলনায় ১১ জন কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে খুলনায় আটকদের মধ্যে ১১ জনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ও পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার গভীর রাতে এসআই হাসানুর রশিদ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোনাডাঙ্গা থানায় হওয়া অপর একটি মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাতক্ষীরায় রিমান্ডে ৬ জন
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে দুই দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা সদর থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক ব্রজকিশোর পাল বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মোল্লা মো. আব্দুস সেলিম। বিচারক ১৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি]

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে