
ঢাকার মধ্যে কোনো আন্তজেলা বাস টার্মিনাল ও বাস থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, মহাখালী থেকে বাস টার্মিনাল সরিয়ে উত্তরায় নেওয়া হবে। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেলের অগ্রগতি নিয়ে অনুষ্ঠানে এসে তিনি এ তথ্য জানান।
মেয়র আতিক বলেন, ঢাকার মধ্য থেকে মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। মেট্রোরেলের উত্তরা অংশের শেষ স্টেশন থেকে ৮০০ মিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে আন্তজেলা বাসের জন্য টার্মিনাল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, গাবতলী বাস টার্মিনালও সরিয়ে হেমায়েতপুরে নেওয়া হবে। সেখানে মেট্রোরেল-৫-এর শেষ স্টেশন থাকবে। মানুষ শহরের মধ্যে শুধু নগর পরিবহন ও মেট্রোরেল দিয়ে চলাচল করবে।
এ সময় মেট্রোরেলের নিচে পিলারে পোস্টার না লাগানোর অনুরোধ করেন মেয়র। একই সঙ্গে তিনি পোস্টার লাগালে আইনত অপরাধ হবে বলেও উল্লেখ করেন। গতকাল শনিবার বৃষ্টিতে ঢাকায় পানি জমেনি উল্লেখ করে মেয়র বলেন, খাল দখল করা যাবে না, খালের পাড় দখল করা যাবে না।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে