নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ করতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার রেলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ মৌখিকভাবে এ নির্দেশ দেন। এ ছাড়া ট্রেনের টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী নেওয়া বন্ধে রেল কর্তৃপক্ষকে পদক্ষেপ নিয়ে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে খোঁজ নিয়ে জানাতে গতকাল বুধবার মৌখিক নির্দেশ দেন আদালত। সে অনুযায়ী রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহউদ্দীন ও পরিচালক ট্রাফিক (বাণিজ্য) মো. নাহিদ হাসান খান এবং সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট যোবায়ের হোসেন আজ আদালতে উপস্থিত হন।
টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট রেলের দুই কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘আইনে নিষিদ্ধ থাকলেও ছাদে যাত্রী বহনের অনুমতি দেন। কেন ছাদে লোক ওঠে? এটা কি পয়সা ইনকামের পথ? ট্রেন জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। এই ট্রেন কি আপনারা গ্রাস করতে চাইছেন? মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে। ট্রেন থেকে পড়ে তো দুর্ঘটনাও হতে পারে। এটি হতে পারে না। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। আজ থেকেই ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে পদক্ষেপ নেন। এর পরও যদি ছাদে যাত্রী ভ্রমণ করে, তাহলে এর পরিণতি কী হবে সেটা কল্পনাও করতে পারবেন না।’
হাইকোর্ট আরও বলেন, ‘ছাদে বা দাঁড়িয়ে যারা যাচ্ছে, তারা কি টাকা দেয় না? এটা তো দুর্নীতি। আর ছাদে যাত্রী ওঠা বন্ধ করতে পারছেন না। এই অসহায়ত্ব প্রকাশ করলে কি দেশ চলবে? আপনাদের দায়িত্ব পালন করতে হবে। অসম্ভব বলে কিছু নেই। এগুলো ঠিক হতে আর কত দিন সময় লাগবে? যাত্রীরা তো আর বিনা পয়সায় ভ্রমণ করে না। যাত্রীদের এই অর্থের ভাগ কর্মকর্তারা পান বলেই ছাদে যাত্রী ভ্রমণ করে। সব ক্ষেত্রে কিছু সিন্ডিকেটের কারণেই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
ঢাবির শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের হোসেন আদালতকে বলেন, অনলাইনে টিকিট পেতে পেমেন্ট করতে ১৫ মিনিট সময় থাকে। কিন্তু রনি এক ঘণ্টা পর পেমেন্ট করেছিলেন, তাই টিকিট পাননি। কিন্তু তিন দিন পর সেই টাকা ফেরত পেয়েছেন।
রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহউদ্দীন বলেন, যাত্রীদের ছাদে ওঠা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছু সীমাবদ্ধতা আছে, তবু এটা আমাদের ব্যর্থতা। আমরা চেষ্টা করছি। তবে একটু সময় লাগবে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান বলেন, সহজ ডটকম এ বিষয়ে পার পেতে পারে না। ভোক্তা অধিকার তাদের অনিয়ম পেয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে। আর ১৫ মিনিট কোনো সময় না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ করতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার রেলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ মৌখিকভাবে এ নির্দেশ দেন। এ ছাড়া ট্রেনের টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী নেওয়া বন্ধে রেল কর্তৃপক্ষকে পদক্ষেপ নিয়ে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে খোঁজ নিয়ে জানাতে গতকাল বুধবার মৌখিক নির্দেশ দেন আদালত। সে অনুযায়ী রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহউদ্দীন ও পরিচালক ট্রাফিক (বাণিজ্য) মো. নাহিদ হাসান খান এবং সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট যোবায়ের হোসেন আজ আদালতে উপস্থিত হন।
টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট রেলের দুই কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘আইনে নিষিদ্ধ থাকলেও ছাদে যাত্রী বহনের অনুমতি দেন। কেন ছাদে লোক ওঠে? এটা কি পয়সা ইনকামের পথ? ট্রেন জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। এই ট্রেন কি আপনারা গ্রাস করতে চাইছেন? মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে। ট্রেন থেকে পড়ে তো দুর্ঘটনাও হতে পারে। এটি হতে পারে না। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। আজ থেকেই ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে পদক্ষেপ নেন। এর পরও যদি ছাদে যাত্রী ভ্রমণ করে, তাহলে এর পরিণতি কী হবে সেটা কল্পনাও করতে পারবেন না।’
হাইকোর্ট আরও বলেন, ‘ছাদে বা দাঁড়িয়ে যারা যাচ্ছে, তারা কি টাকা দেয় না? এটা তো দুর্নীতি। আর ছাদে যাত্রী ওঠা বন্ধ করতে পারছেন না। এই অসহায়ত্ব প্রকাশ করলে কি দেশ চলবে? আপনাদের দায়িত্ব পালন করতে হবে। অসম্ভব বলে কিছু নেই। এগুলো ঠিক হতে আর কত দিন সময় লাগবে? যাত্রীরা তো আর বিনা পয়সায় ভ্রমণ করে না। যাত্রীদের এই অর্থের ভাগ কর্মকর্তারা পান বলেই ছাদে যাত্রী ভ্রমণ করে। সব ক্ষেত্রে কিছু সিন্ডিকেটের কারণেই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
ঢাবির শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের হোসেন আদালতকে বলেন, অনলাইনে টিকিট পেতে পেমেন্ট করতে ১৫ মিনিট সময় থাকে। কিন্তু রনি এক ঘণ্টা পর পেমেন্ট করেছিলেন, তাই টিকিট পাননি। কিন্তু তিন দিন পর সেই টাকা ফেরত পেয়েছেন।
রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহউদ্দীন বলেন, যাত্রীদের ছাদে ওঠা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছু সীমাবদ্ধতা আছে, তবু এটা আমাদের ব্যর্থতা। আমরা চেষ্টা করছি। তবে একটু সময় লাগবে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান বলেন, সহজ ডটকম এ বিষয়ে পার পেতে পারে না। ভোক্তা অধিকার তাদের অনিয়ম পেয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে। আর ১৫ মিনিট কোনো সময় না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে