Ajker Patrika

‘চাঁদাবাজদের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে হবে’

মাদারীপুর প্রতিনিধি
‘চাঁদাবাজদের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে হবে’
ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান বলেন, খুব স্বল্পসংখ্যক লোক বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে। যারা চাঁদাবাজি করে, তাদের সবাই চেনে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। চাঁদাবাজদের কোনো দল নেই, এদের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে হবে। বিএনপি চাঁদাবাজমুক্ত দল, এই জাতীয়তাবাদী দলে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে মাদারীপুরের রাজৈরের কদমবাড়ীতে এক জনসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হেলেন জেরীন বলেন, বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। পোস্টার-ব্যানার লাগাতে গিয়ে ব্যাপক চাঁদাবাজি হয়। এটি বন্ধ হওয়া দরকার।

তিনি আরও বলেন, এই পোস্টার-ব্যানার নির্বাচনের কারণে হতে পারে। সেটি একটি নির্দিষ্ট জায়গায়। সব প্রার্থী লাগাবে এ জন্য হতে পারে। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে এগুলো লাগানোর পক্ষে বিএনপি নেই। এ জন্য এগুলো বন্ধ করেছে। পরিসংখ্যানে দেখা যায়, কেউ ২০ হাজার পোস্টার ছাপাল, এতে ২ লাখ টাকা চাঁদাবাজি হলো। এই পোস্টার লাগাতে গিয়ে অনেক সময় মারামারিও হয়। তাই যত্রতত্র পোস্টার লাগানোর কোনো যৌক্তিকতা নেই। এই পোস্টার লাগানোর ব্যাপারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিলে ভালো হয়। সবার মতামতের ভিত্তিতে ভালো একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।

রাজৈর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাডভোটেক জামিনুর হোসেন মিঠু, কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্যসচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত