মাদারীপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান বলেন, খুব স্বল্পসংখ্যক লোক বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে। যারা চাঁদাবাজি করে, তাদের সবাই চেনে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। চাঁদাবাজদের কোনো দল নেই, এদের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে হবে। বিএনপি চাঁদাবাজমুক্ত দল, এই জাতীয়তাবাদী দলে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে মাদারীপুরের রাজৈরের কদমবাড়ীতে এক জনসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হেলেন জেরীন বলেন, বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। পোস্টার-ব্যানার লাগাতে গিয়ে ব্যাপক চাঁদাবাজি হয়। এটি বন্ধ হওয়া দরকার।
তিনি আরও বলেন, এই পোস্টার-ব্যানার নির্বাচনের কারণে হতে পারে। সেটি একটি নির্দিষ্ট জায়গায়। সব প্রার্থী লাগাবে এ জন্য হতে পারে। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে এগুলো লাগানোর পক্ষে বিএনপি নেই। এ জন্য এগুলো বন্ধ করেছে। পরিসংখ্যানে দেখা যায়, কেউ ২০ হাজার পোস্টার ছাপাল, এতে ২ লাখ টাকা চাঁদাবাজি হলো। এই পোস্টার লাগাতে গিয়ে অনেক সময় মারামারিও হয়। তাই যত্রতত্র পোস্টার লাগানোর কোনো যৌক্তিকতা নেই। এই পোস্টার লাগানোর ব্যাপারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিলে ভালো হয়। সবার মতামতের ভিত্তিতে ভালো একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।
রাজৈর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাডভোটেক জামিনুর হোসেন মিঠু, কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্যসচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান বলেন, খুব স্বল্পসংখ্যক লোক বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে। যারা চাঁদাবাজি করে, তাদের সবাই চেনে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। চাঁদাবাজদের কোনো দল নেই, এদের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে হবে। বিএনপি চাঁদাবাজমুক্ত দল, এই জাতীয়তাবাদী দলে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে মাদারীপুরের রাজৈরের কদমবাড়ীতে এক জনসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হেলেন জেরীন বলেন, বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। পোস্টার-ব্যানার লাগাতে গিয়ে ব্যাপক চাঁদাবাজি হয়। এটি বন্ধ হওয়া দরকার।
তিনি আরও বলেন, এই পোস্টার-ব্যানার নির্বাচনের কারণে হতে পারে। সেটি একটি নির্দিষ্ট জায়গায়। সব প্রার্থী লাগাবে এ জন্য হতে পারে। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে এগুলো লাগানোর পক্ষে বিএনপি নেই। এ জন্য এগুলো বন্ধ করেছে। পরিসংখ্যানে দেখা যায়, কেউ ২০ হাজার পোস্টার ছাপাল, এতে ২ লাখ টাকা চাঁদাবাজি হলো। এই পোস্টার লাগাতে গিয়ে অনেক সময় মারামারিও হয়। তাই যত্রতত্র পোস্টার লাগানোর কোনো যৌক্তিকতা নেই। এই পোস্টার লাগানোর ব্যাপারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিলে ভালো হয়। সবার মতামতের ভিত্তিতে ভালো একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।
রাজৈর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাডভোটেক জামিনুর হোসেন মিঠু, কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্যসচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে