ঢামেক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঢাবির আইন বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জহুরুল হক হলের আবাসিক ছাত্র রেজওয়ান আহমেদ রিফাত (২৪), জসিম উদ্দিন হলের শাহিনুর ইসলাম রাসেল (২৫) ও বঙ্গবন্ধু হলের সাকিব আজাদ তুর্য (২৫)।
আহতদের ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা স্বপন মিয়া নামে এক রিকশা চালক বলেন, ‘বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ৫-৬টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন মিলে তাদেরকে আলোপাতারি মারধর করে। মারধরের পর ফেলে রেখে গেলে তাদেরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।’
আহত রেজওয়ান আহমেদ রিফাত বলেন, তারা বঙ্গবন্ধু টাওয়ারের নিচ তলায় যোহরের নামাজ আদায় করেন। এরপর সেখানে ধর্মীয় আলোচনা এবং তাদের বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের বিষয়ে আলোচনা করছিলেন। তখন কয়েকজন এসে তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তারা বের হয়ে রাস্তার ওপর আসলে হঠাৎ কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে এলোপাতারি মারধর করে। এতে তারা ৪ জন গুরুতর আহত হন।
সাফওয়ান নামে একজনকে খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তবে মারধরকারীদের তারা চেনেন না বলে জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘তাদের তিনজনের অবস্থাই গুরুতর। শাহিনুরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও সাকিবকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঢাবির আইন বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জহুরুল হক হলের আবাসিক ছাত্র রেজওয়ান আহমেদ রিফাত (২৪), জসিম উদ্দিন হলের শাহিনুর ইসলাম রাসেল (২৫) ও বঙ্গবন্ধু হলের সাকিব আজাদ তুর্য (২৫)।
আহতদের ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা স্বপন মিয়া নামে এক রিকশা চালক বলেন, ‘বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ৫-৬টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন মিলে তাদেরকে আলোপাতারি মারধর করে। মারধরের পর ফেলে রেখে গেলে তাদেরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।’
আহত রেজওয়ান আহমেদ রিফাত বলেন, তারা বঙ্গবন্ধু টাওয়ারের নিচ তলায় যোহরের নামাজ আদায় করেন। এরপর সেখানে ধর্মীয় আলোচনা এবং তাদের বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের বিষয়ে আলোচনা করছিলেন। তখন কয়েকজন এসে তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তারা বের হয়ে রাস্তার ওপর আসলে হঠাৎ কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে এলোপাতারি মারধর করে। এতে তারা ৪ জন গুরুতর আহত হন।
সাফওয়ান নামে একজনকে খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তবে মারধরকারীদের তারা চেনেন না বলে জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘তাদের তিনজনের অবস্থাই গুরুতর। শাহিনুরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও সাকিবকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪০ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪২ মিনিট আগে