টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী ২ ফেব্রুয়ারি ৫৭তম বিশ্ব ইজতেমা সামনে রেখে ময়দান পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। এ সময় তাবলীগের দুই পক্ষ উপস্থিত ছিল। আজ রোববার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শনের পর প্রশাসন আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।
সভা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ‘ইজতেমা নিয়ে দুপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তাঁরা আমাদের (পুলিশকে) আশ্বস্ত করেছেন। তাঁরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবেন না। ময়দানে পর্যাপ্ত পুলিশ সদস্য থাকছে।’
এবারের ইজতেমা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগ কাজ করছে। মাঠের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাব, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা নিয়োজিত থাকছেন। সেই সঙ্গে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় হকার ও ফুটপাতে কোনো অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না।
এর আগে আজ সকাল ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইজতেমা ময়দান পরিদর্শন করেন।
যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। এবার ময়দানের কিছু অংশে শামিয়ানা টানানো হয়নি। পুরোনো চট নষ্ট হয়ে গিয়েছে। নিজ নিজ শামিয়ানা নিয়ে দু-এক দিনের ভেতরেই আমাদের সাথীরা ময়দানে আসা শুরু করবেন।’
ভারতের অধিবাসী মাওলানা সা’দের ইজতেমা মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘আগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ রোববার সকাল ৯টায় ইজতেমা ময়দানে এসেছি। যোবায়ের অনুসারীরাও এসেছেন। প্রথম ধাপের ইজতেমা শেষে দ্বিতীয় ধাপের জন্য জেলা প্রশাসক ময়দান আমাদের বুঝিয়ে দেবেন।’
উল্লেখ্য, ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম ধাপ। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৫৭তম বিশ্ব ইজতেমা হবে।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী ২ ফেব্রুয়ারি ৫৭তম বিশ্ব ইজতেমা সামনে রেখে ময়দান পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। এ সময় তাবলীগের দুই পক্ষ উপস্থিত ছিল। আজ রোববার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শনের পর প্রশাসন আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।
সভা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ‘ইজতেমা নিয়ে দুপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তাঁরা আমাদের (পুলিশকে) আশ্বস্ত করেছেন। তাঁরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবেন না। ময়দানে পর্যাপ্ত পুলিশ সদস্য থাকছে।’
এবারের ইজতেমা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগ কাজ করছে। মাঠের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাব, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা নিয়োজিত থাকছেন। সেই সঙ্গে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় হকার ও ফুটপাতে কোনো অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না।
এর আগে আজ সকাল ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইজতেমা ময়দান পরিদর্শন করেন।
যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। এবার ময়দানের কিছু অংশে শামিয়ানা টানানো হয়নি। পুরোনো চট নষ্ট হয়ে গিয়েছে। নিজ নিজ শামিয়ানা নিয়ে দু-এক দিনের ভেতরেই আমাদের সাথীরা ময়দানে আসা শুরু করবেন।’
ভারতের অধিবাসী মাওলানা সা’দের ইজতেমা মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘আগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ রোববার সকাল ৯টায় ইজতেমা ময়দানে এসেছি। যোবায়ের অনুসারীরাও এসেছেন। প্রথম ধাপের ইজতেমা শেষে দ্বিতীয় ধাপের জন্য জেলা প্রশাসক ময়দান আমাদের বুঝিয়ে দেবেন।’
উল্লেখ্য, ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম ধাপ। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৫৭তম বিশ্ব ইজতেমা হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে