জহিরুল আলম পিলু, শ্যামপুর-কদমতলি

যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। তবে রাজধানীর শনির আখড়ায় (দনিয়া কলেজ মাঠ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষেই বসানো হয়েছে হাট। এতে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও করা হয়েছে।
রাজধানীর বিআরটিএ ভবনে গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সড়ক ও মহাসড়ক বিভাগের বৈঠকে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার পর সপ্তাহও পার হয়নি, তার আগেই শনির আখড়ায় তার ব্যত্যয় ঘটেছে।
জানা গেছে, এই হাট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়েছেন মো. কামরুজ্জামান। হাটের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ। ২০২৩ সালেও এই হাটের ইজারাদার ছিলেন কামরুজ্জামান। ওই বছর নানা অব্যবস্থাপনার কারণে পানি, শৌচাগার ও থাকা-খাওয়ার সমস্যার কারণে ব্যাপারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। হাটে ঈদের পাঁচ দিন আগে কোরবানির পশু আসার কথা থাকলেও অন্যবারের মতো এবারও কয়েক দিন আগে থেকেই আসতে শুরু করেছে।
স্থানীয় সূত্র বলেছে, এই হাট দনিয়া কলেজ মাঠের নামে হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে যেমন বসে, ওই এলাকার বর্ণমালা স্কুল রোড, শনির আখড়া-রায়েরবাগ সড়ক, শনির আখড়া-মৃধাবাড়ী সড়ক, শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল সড়কসহ এলাকার অলিগলি বন্ধ করে বসানো হয়। এতে মহাসড়কে যেমন যানজটের সৃষ্টি হয়, স্থানীয় বাসিন্দাদের তেমনি চলাচলে দুর্ভোগে পড়তে হয়।
গোয়ালবাড়ীর বাগানবাড়ি এলাকার বাসিন্দা আলম বলেন, মহাসড়ক ঘেঁষে হাট বসানোয় নানা ধরনের দুর্ঘটনা ঘটে। ২০১৮ সালে পশু কিনতে এসে এক ক্রেতা পিকআপের ধাক্কায় নিহত হন।
এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পশুর হাটের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মোস্তাক আহমেদ বলেন, হাটে গরু ওঠানোর নিয়ম পাঁচ দিন আগে। এর আগেই ব্যাপারীরা গরু নিয়ে আসা শুরু করেছেন। মহাসড়ক ঘেঁষে হাট বসানো হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, প্রশ্নটি ইজারাদারকে করেন।
ইজারাদার কামরুজ্জামান বলেন, সড়কের ওপরে গরু যাতে যেতে না পারে, সেভাবেই বাঁশ গাড়া হয়েছে। জায়গা দখলে নিতে নির্ধারিত সময়ের আগে ব্যাপারীরা হাটে পশু আনা শুরু করে দিয়েছেন।
আর ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী জানান, ‘আমাদের কার্যাদেশ এখনো দেওয়া হয়নি। কোথায় পশু বসবে, এখনো জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে সড়ক ও মহাসড়ক বিভাগ জানিয়ে দিয়েছে। কোনো হাটে এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। তবে রাজধানীর শনির আখড়ায় (দনিয়া কলেজ মাঠ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষেই বসানো হয়েছে হাট। এতে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও করা হয়েছে।
রাজধানীর বিআরটিএ ভবনে গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সড়ক ও মহাসড়ক বিভাগের বৈঠকে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার পর সপ্তাহও পার হয়নি, তার আগেই শনির আখড়ায় তার ব্যত্যয় ঘটেছে।
জানা গেছে, এই হাট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়েছেন মো. কামরুজ্জামান। হাটের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ। ২০২৩ সালেও এই হাটের ইজারাদার ছিলেন কামরুজ্জামান। ওই বছর নানা অব্যবস্থাপনার কারণে পানি, শৌচাগার ও থাকা-খাওয়ার সমস্যার কারণে ব্যাপারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। হাটে ঈদের পাঁচ দিন আগে কোরবানির পশু আসার কথা থাকলেও অন্যবারের মতো এবারও কয়েক দিন আগে থেকেই আসতে শুরু করেছে।
স্থানীয় সূত্র বলেছে, এই হাট দনিয়া কলেজ মাঠের নামে হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে যেমন বসে, ওই এলাকার বর্ণমালা স্কুল রোড, শনির আখড়া-রায়েরবাগ সড়ক, শনির আখড়া-মৃধাবাড়ী সড়ক, শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল সড়কসহ এলাকার অলিগলি বন্ধ করে বসানো হয়। এতে মহাসড়কে যেমন যানজটের সৃষ্টি হয়, স্থানীয় বাসিন্দাদের তেমনি চলাচলে দুর্ভোগে পড়তে হয়।
গোয়ালবাড়ীর বাগানবাড়ি এলাকার বাসিন্দা আলম বলেন, মহাসড়ক ঘেঁষে হাট বসানোয় নানা ধরনের দুর্ঘটনা ঘটে। ২০১৮ সালে পশু কিনতে এসে এক ক্রেতা পিকআপের ধাক্কায় নিহত হন।
এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পশুর হাটের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মোস্তাক আহমেদ বলেন, হাটে গরু ওঠানোর নিয়ম পাঁচ দিন আগে। এর আগেই ব্যাপারীরা গরু নিয়ে আসা শুরু করেছেন। মহাসড়ক ঘেঁষে হাট বসানো হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, প্রশ্নটি ইজারাদারকে করেন।
ইজারাদার কামরুজ্জামান বলেন, সড়কের ওপরে গরু যাতে যেতে না পারে, সেভাবেই বাঁশ গাড়া হয়েছে। জায়গা দখলে নিতে নির্ধারিত সময়ের আগে ব্যাপারীরা হাটে পশু আনা শুরু করে দিয়েছেন।
আর ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী জানান, ‘আমাদের কার্যাদেশ এখনো দেওয়া হয়নি। কোথায় পশু বসবে, এখনো জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে সড়ক ও মহাসড়ক বিভাগ জানিয়ে দিয়েছে। কোনো হাটে এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে